বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

bcpcl job circular

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এবং সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) এ কোম্পানীর প্রচলিত বেতন-ভাতা মোতাবেক নিম্নবর্ণিত পদসমূহে চুক্তি-ভিত্তিক নিয়োগের লক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আমাদের পোস্ট থেকে সরাসরি বিস্তারিত দেখে নিতে পারেন।

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত তথ্য

আবেদন শুরুর তারিখঃ ২৫/০৫/– খ্রি.

আবেদনের শেষ তারিখঃ ১৫/০৬/–খ্রি.

পদের সংখ্যাঃ ১৭ টি

০১. কমান্ডার (ফায়ার স্টেশন)

মূল বেতনঃ ৪২,০০০/- টাকা (গ্রেড-৮)
পদ সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ সর্বোচ্চ ৫৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট হতে নূন্যতম স্নাতক পাশ।
খ. বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হতে উপ-সহকারী পরিচালক বা তদুর্ধ্ব পদ হতে অবসর গ্রহণকারী।

০২. লিডার (ফায়ার স্টেশন)

মূল বেতনঃ ২৩,০০০/- টাকা (গ্রেড-১২)
বয়স সীমাঃ সর্বোচ্চ ৫৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. নূন্যতম এইচএসসি অথবা সমমান পাশ।
খ. বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হতে লিডার পদ হতে অবসর গ্রহণকারী।

০৩. ড্রাইভার (ফায়ার স্টেশন)

মূল বেতনঃ ১৮,০০০/- টাকা (গ্রেড-১৪) , ০২ বছর পর সন্তোষজনক চাকুরির ভিত্তিতে বেতন হবে ২৩,০০০/- টাকা (গ্রেড-১২)
বয়স সীমাঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. নূন্যতম এইচএসসি অথবা সমমান পাশ
খ. সংশ্লিষ্ট কাজে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা
গ. ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী
ঘ. বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আর্মি অথবা সমজাতীয় প্রতিষ্ঠানসমূহে ড্রাইভার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
ঙ. উচ্চতা নূন্যতম ৫.৪ ফিট, বুকঃ নূন্যতম ৩২ ইঞ্চি।
চ. ত্রুটিমুক্ত শারীরিক গঠন।

০৪. ফায়ারফাইটার (ফায়ার স্টেশন)

মূল বেতনঃ ১৮,০০০/- টাকা (গ্রেড-১৪)
পদ সংখ্যাঃ ১০ টি
বয়স সীমাঃ সর্বোচ্চ ২২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. নূন্যতম এইচএসসি অথবা সমমানের পাশ
খ. নূন্যতম সিজিপিএ ৫.০০ স্কেলে ২.৫০ থাকতে হবে
গ. প্রার্থিকে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে
ঘ. উচ্চতাঃ নূন্যতম ৫.৬ ফিট, বুকঃ নূন্যতম ৩১ ইঞ্চি (স্বাভাবিক), ৩৩ ইঞ্চি (সম্প্রসারিত) ।

আর্থিক সুবিধাদিঃ কোম্পানীর প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎ কেন্দ্র ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

bcpcl job

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড এ আবেদনের নিয়ম এবং শর্তাবলী

০১. সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০২. আবেদনপপত্র এবং পূর্নাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে যাবতীয় কাগজ পত্রাদি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

০৩. বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড এর অনুকূলে ১০০০/- টাকা ক্রমিক নং ১ এর ক্ষেত্রে এবং ৫০০/- টাকা ক্রমিক নং ২,৩ ও ৪ এর ক্ষেত্রে মূল্যর (অফেরতযোগ্য) পে-অর্ডার দাখিল করতে হবে।

০৪. উপরিউক্ত তথ্যাদি উল্লেখপুর্বক যথাযথ কাগজপত্রসহ আবেদনপত্র মহাব্যাবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, Unique Trade Center (৫ম তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ১৫/০৬/২০২১ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি/ ডাকযোগে পৌছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

০৫. ক্রমিক নং ১,২ ও ৩ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অধিক  অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

০৬. আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

০৭. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

০৮. কর্তৃপক্ষ উপরিউক্ত পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধি এবং এ নিয়োগ স্থগিত/বাতিল/নিয়োগের বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।

আরো দেখুনঃ
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি 
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি 
শিশু-মাতৃ স্বাস্থ ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি
প্রভাষক (ইংরেজী) পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস(BRICM)-এ নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি 
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top