ময়মনসিংহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

ময়মনসিংহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থিদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপুর্বক যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হয়েছে। বিস্তারিত জানতে আমাদের পোস্টে চোখ রাখুন।

ময়মনসিংহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত তথ্য

আবেদন শুরুর তারিখঃ ২৪/০৫/ খ্রি.

আবেদনের শেষ তারিখঃ ০৩/০৬/ খ্রি.

পদের সংখ্যাঃ মোট ৫ টি

০১. পেশ ইমাম

পদের সংখ্যাঃ ০১ টি
মাসিক সম্মানীঃ ১৫,০০০/- টাকা (সর্বসাকুল্যে)
যোগ্যতাঃ
ক. দ্বিতীয় শ্রেণীর কামিল/ দাওরায়ে হাদিস পাস। কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
খ. হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত-এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। হাফেজ-ই-কোরআন অগ্রাধিকার পাবেন।
গ. আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

০২. মুয়াজ্জিন

পদের সংখ্যাঃ ০১ টি
মাসিক সম্মানীঃ ১০,০০০/- টাকা (সর্বসাকুল্যে)
যোগ্যতাঃ
ক. দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কাওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/ মুয়াজ্জিন হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
খ. হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত-এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।

০৩. খাদিম

পদের সংখ্যাঃ ০২ টি
মাসিক সম্মানীঃ ৭,৫০০/- টাকা (সর্বসাকুল্যে)
যোগ্যতাঃ
ক. দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কাওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে সনদধারী।
খ. শারীরিকভাবে সুস্থ ও সক্ষম থাকতে হবে।
গ. সংশ্লিষ্ট ক্ষেত্রে/ খাদিম হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

০৪. নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যাঃ ০১ টি
মাসিক সম্মানীঃ ৬,৫০০/- টাকা (ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মাসিক সম্মানী প্রাপ্য হইবেন )
যোগ্যতাঃ
ক. এসএসসি বা দাখিল পাস বা সমমানের উত্তির্ণ। প্রয়োজনে ৮ম শ্রেণী পাশ বিবেচিত হবে)
খ. প্রার্থিকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে।
গ. শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে।

আবেদনের নিয়ম এবং শর্তাবলী

০১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

০২. স্বহস্থে প্রার্থিকে আবেদনপত্রে সকল তথ্য উল্লেখপুর্বক উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও, ময়মনসিংহ বরাবর আগামী ৩/০৬/২০২১ খ্রি. এর মধ্য অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/ সরাসরি দরখাস্ত পৌছাতে হবে।

০৩. আবেদনপত্রে যাবতীয় সকল ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।

০৪. বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোনে জানানো হবে।

০৫. আবেদনকারীকে আবেদনপত্রের সাথে ১০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও, ময়মনসিংহ বরাবরে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নিরাপত্তা প্রহরী পদে পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের প্রয়োজন নেই।

০৬. কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

০৭. প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।

০৮. কোন তথ্য গোপন করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে বিষয়টি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

০৯. যে কোন প্রকার তদবির/ সুপারিশ প্রার্থির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১০. কোন কারণ দর্শানো ব্যাতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ+ করেন।

আরো দেখুনঃ
ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
কৃষি গবেষনা ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি 
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি 
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি তে নিয়োগ বিজ্ঞপ্তি 
শিশু-মাতৃ স্বাস্থ ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি 

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top