উপায় একাউন্ট খোলার নিয়ম, বোনাস, অ্যাপ্স, এজেন্ট একাউন্ট এবং অভিযোগ নাম্বার 

upay account creation

উপায় একাউন্ট খোলার নিয়ম। সবাইকে ধন্যবাদ জ্ঞ্যাপন করে শুরু করছি আজকের পোস্ট। আজকের পোস্টে আমরা উপয় একাউন্ট খোলার নিয়ম এবং এ সম্পর্কে যাবতীয় বিস্তারিত উপস্থাপন করবো। বর্তমানে উপায় একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হয়ে উঠেছে। উপয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান এই ডিজিতাল জুগে মানুষের সাথে মোবাইল ব্যাংকিং ওতপ্রোত ভাবে জড়িত। তাই বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা দিন দিন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় উপায় এর গ্রাহক সংখ্যাও অধিক থেকে অধিকতর হয়ে চলেছে। আমাদের আজকের পোস্টে উপায় একাউন্ট খোলা এবং এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করবো।

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম। আমাদের আজকের পোস্টে UCB ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা উপায় একাউন্ট খোলা সম্পর্কে যাবতীয় বিস্তারিত বর্ণনা উল্লেখ করা হয়েছে। আমরা চেস্টা করেছি এ বিষয়ে সকল দিকনির্দেশনা সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি আপনাদের সকলের বুঝতে সুবিধা হবে। তাই দেরি না করে এখনি খুলে ফেলুন উপায় একাউন্ট।

উপায় একাউন্ট কোড

উপায় একাউন্ট কোড। উপায় একাউন্টের ইউএসএসডি কোড আমাদের পোস্টের এই অংশে দেয়া হয়েছে। তাই একাউন্টের বিস্তারিত দেখতে ডায়াল করুনঃ UCB Upay Ussd Code *268#
উপায় একাউন্টের মাধ্যমে আপনি খুভ সহজেই টাকা লেনদেন করতে পারেন। এখন দেশের যে কোন স্থান থেকেই আপনি উপায় এ লেনদেন করতে পারবেন।
দেখুনঃ বিকাশ থেকে লোন পাওয়ার নিয়ম

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম। উপায় এজেন্ট একাউন্ট খোলা এখন একদম সহজ। উপায় এজেন্ট হলেই আপনি পাবেন বিভন্ন অফারসমূহ। আপনি এজেন্ট হলে আপনার নিকটবর্তী গ্রাহকদের আপনি নিজেই সেবা দিতে পারবেন। উপায় এজেন্ট একাউন্ট মূলত উপায় পার্টনার প্রোগ্রাম এর একটি অংশ। আপনি যদি উপায় এজেন্ট শিপ নিতে চান তাহলে আপনাকে উপায় পার্টনার শীপ প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর উপায় কর্তৃপক্ষ সেটি বিবেচনা সাপেক্ষে আপনার এজেন্ট একাউন্ট কনফার্ম করবে।
উপায় এজেন্ট একাউন্ট খুলতে হলে আপনার যা যা করতে হবে সেটি হলোঃ

  • ভালো একটি দোকান অথবা চলমান একটি ব্যাবসা প্রতিষ্ঠান এর উপস্থিতি থাকতে হবে।
  • আপনার কাজের ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে।
  • আপনার নিজের একটি সিম এবং আইডি কার্ড।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • দোকানসহ আপনার একটি ছবি উপস্থাপন করতে হবে।

উপরোক্ত ডকুমেন্টস যোগাড় করে নিকটস্থ কোন উপায় এজেন্ট এর কাছে গিয়ে আপনার জেলার উপায় প্রতিনিধি এর নাম্বার সংগ্রহ করুন। এবার সেই প্রতিনিধি কে আসতে বল্লে তারা এসে আপনার এজেন্ট ব্যাংকিং এর বাকি কার্যক্রম করে দিবেন। উপয়ায় এজেন্ট একাউন্ট কনফার্ম হলে আপনি উপায় অ্যাপ এর মাধ্যমে সেটি পরিচালণা করতে পারবেন। এমনকি আপনি নিজের অ্যাপ থেকে অন্যদেরকে উপায় একাউন্ট খুলে দিতে পারবেন। এছাড়া উপয়ায় এর সর্বশেষ আপডেট সহ যাবতীয় কার্যক্রম আপনি উপায় অ্যাপ থেকেই চালিয়ে যেতে পারবেন।

উপায় একাউন্ট বোনাস

উপায় একাউন্ট বোনাস। উপায় একাউন্ট খুল্লেই পাচ্ছেন নানাবিধ অফারসমূহ। অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন নিভিন্ন অফার। অ্যাপে লগিন করার ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে বা যে কোন নাম্বারে ৫০ টাকা বা তার অধিক রিচার্জ করলেই পাচ্ছেন ২৫ টাকা ক্যাশব্যাক। এভাবে আপনি ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়া উপায় দিচ্ছে হাজারে মাত্র ৮ টাকা ক্যাশ আউট চার্জ। যেখানে অন্যান্য ব্যাংকিং এর ক্যাশ আউট চার্জ সম্পর্কে আমরা সকলেই অবগত। দেশের ৫০০ এর অধিক ইউসিভি ইটিএম বুথ থেকে হাজারে মাত্র ৮ টাকা খরচ করে এই ক্যাশ আউট করা যাবে।
পড়ুনঃ করোনার টিকা পেতে নিবন্ধন করবেন যেভাবে

উপায় অ্যাপ্স ডাউনলোড

উপায় অ্যাপ্স ডাউনলোড। উপায় অ্যাপ্স ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করতে হবে। নিচে উপায় অ্যাপ্স ডাউনলোড করার লিঙ্ক দেয়া হলো।
উপায় অ্যাপ ডাউনলোড করতে,  এখানে ক্লিক করুন।
ডাউনলোড শেষ হলেই সেটি আপনি একদম সহজভাবে ব্যাবহার করতে পারবেন।

উপায় খোলার নিয়ম

উপায় খোলার নিয়ম। আমরা অনেকেই আছি উপায় একাউন্ট খুলতে পারি না বা এ সম্পর্কে অবগত নই। তাই সেইসব মানুষের জন্য আমাদের পোস্টে একদম সুস্পষ্টভাবে উপায় একাউন্ট খোলার প্রথম থেকে শেষ পর্যন্ত ধারণা দেয়া হয়েছে। আমাদের পোস্টে দেয়া দিকনির্দেশনা থেকে যে কেউ একদম সহজেই উপায় একাউন্ট খুলে নিতে পারেন। উপায় খুলতে পোস্টে নিচের অংশে ফলো করুন।

উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম

উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম। আমাদের পোস্টের এই অংশে আপনাদের জন্য উপায় একাউন্ট খোলার ধাপসমূহ উল্লেখ করা হয়েছে। আমরা চেস্টা করেছি সহজভাবে সকল দিকনির্দেশনা উল্লেখ করার জন্য। তাহলে চলুন দেখে নেয়া যাক উপায় একাউন্ট খুলতে করণীয়

  • উপায় অ্যাপ ওপেন করে রেজিস্ট্রেশন বাটনে ট্যাব করুন।
  • আপনার মোবাইল নাম্বার দিয়ে অপারেটর সিলেক্ট করুন এবং ভেরিফাই প্রেস করুন।
  • এরপর  আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে এবং সেটি বসিয়ে দিন।
  • এবার আপনার NID কার্ড এর সামনের অংশ এবং পেছনের অংশ স্ক্যান করে আপলোড করুন।
  • এবার আপনার মুখের ছবি স্ক্যান করে আপলোড করুন।
  • তারপর ভেরিফাই করা হবে, আপনি চাইলে প্রদত্ত তথ্য গুলি এডিট করতে পারবেন।
  • ভেরিফাই সম্পন্ন হলে আপনার পেশা এবং জেন্ডার নির্বাচন করুন।
  • তারপর আপনার ইমেইল এড্রেস থাকলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই।
  • অতঃপর নেক্সট বাটনে ট্যাব করুন, এবং পিন কোড সেট করুন। এক্ষেত্রে সব সময় এলোমেলো সংখ্যার পিন কোড ব্যাবহার করুন।
  • সবকিছু সম্পন্ন হলে উপায় থেকে আপনাকে এসএমএস এর মাধ্যমে ওয়েলকাম জানালে হবে এবং আপনি একটি উপায় অ্যাকাউন্ট নাম্বার পাবেন।

এভাবেই ধাপগুলি অনুসরণ করে সহজেই ঘরে বসে উপায় একাউন্ট খুলে নিতে পারেন।

উপায় অভিযোগ নাম্বার 

উপায় অভিযোগ নাম্বার। আপনারা যারা উপায় হেল্প লাইন এ যোগাযোগ করতে চাচ্ছেন বা কোন বিষয়ে পরামর্শ নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পোস্টে এই অংশে রয়েছে উপায় অভিযোগ নাম্বার বা উপায় হেল লাইন। আপনারা এই নাম্বারে ডায়াল করে যে কোন সহযোগীতা নিতে পারেন। নিম্নে নাম্বারটি দেয়া হলো। উপায় হেল্প লাইন নাম্বার 16268 .
উপায় কাষ্টমার প্রতিনিধি এর সাথে ম্যাসেঞ্জারে চ্যাট করতে, এখানে ক্লিক করুন
উপরোক্ত যে কোন মাধ্যমে আপনি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টাই যোগাযোগ করতে পারবেন। উপায় সবসময় তাদের সার্ভিস দিয়ে থাকে।

শেষ কথাঃ 
আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য আমাদের পোস্টে পেয়ে গেছেন। আমরা চেস্টা কপরেছি আপনাদের সহজে বোধগম্য হয় সেভাবে আমাদের পোস্ট উপস্থাপন করার জন্য। আপনাদের কোন মতামত থাকলে আমাদের অবশ্যই জানাবেন।

এছাড়া আরো দেখুনঃ
বিকাশ একাউন্ট খোলার নিয়ম- লাইভ চ্যাট, অভিযোগ নম্বর এবং একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশ মালিকানা পরিবর্তন এর নিয়ম

ট্যাপ একাউন্ট খোলার নিয়ম, অফারসমূহ, চার্জ, ডায়াল কোড, অভিযোগ নাম্বার এবং একাউন্ট বন্ধ করার নিয়ম

নগদ একাউন্ট খোলার পদ্ধতি, অফারসমূহ, কাস্টমার কেয়ার নাম্বার এবং একাউন্ট বন্ধ করার পদ্ধতি

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top