বেকারত্ব নিয়ে কষ্টের উক্তি। শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্ব কাদে। বেকারের অসফল গলিতে, স্বপ্ন হারানোর গল্প, মৃত প্রেম মৃত সব স্বপ্ন। বেকারত্ব সত্যিই একটা মহা সমস্যা বিশেষ করে বেকারদের নিকট। যখন কাজ থেকে বেশির চেয়েও বেশি মানুষকে ছাটাই করা হয়, তখনই বেকারত্ব বিরাজ করে।
নিচে বেকারত্ব নিয়ে কিছু মনীষীদের বাণী তুলে ধরা হলোঃ
‘’প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেন। কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজধোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন। সে জন্য বেকারত্ব দেখা দেয়।’’
— ড. মুহাম্মদ ইউনূস
‘’ শুন্য বুক পকেটে বন্ধি বিভক্ত সমাজ উচ্চ ও নিম্নবিত্তে। কর্মব্যবস্থা ভাগ্যের পরিহাসে অমূল্য ডিগ্রি তকমা পায় বেকারত্বে।’’
— হুমায়ুন আহমেদ
‘’যখন কাজ থেকে বেশির চেয়েও বেশি মানুষকে ছাটাই করা হয়, তখনই বেকারত্ব বিরাজ করে।’’
— ক্যালভিন কলিজ
খুব কম সরকারই দেশের কোনো সিদ্ধান্ত নেয়ার সময় বেকারত্ব এর কথা মাথায় রাখে। আর তাই আজ বেকারত্ব শব্দটা বিরাজ করছে।
— কফি আনান
বেকারত্ব নিয়ে কষ্টের স্ট্যাটাস
বেকারত্ব নিয়ে কষ্টের স্ট্যাটাস ।বেকারত্ব আসলে কোন সমস্যা না ,এটা একটা অভিশাপ,যে অভিশাপটা একসময় মহামারীতে রূপ নেয়, আমাদের দেশে এই মহামারিটা অনেক আগে থেকেই শুরু হয়েছ্ এবং করুণা মহামারীর সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলছে, বেকারত্ব যে কত বড় কষ্ট তা একজন বেকারি বলতে পারবে,তা ভাষায় প্রকাশ করার মতো নয়,একটা বেকার ছেলে তার পরিবারের কাছে বোঝা,একজন বেকার স্বামী তার স্ত্রীর কাছে বোঝা,সেটা যে কত বড় অপমানের আর লজ্জা তা তিনি ভালো বলতে পারবেন, এজন্যই হয়তোবা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় যদিও এটা মহাপাপ।
বেকার, শব্দটা খুবই হাস্যকর আজ বেকার না হয়ে জোকার হলেই ভালো হতো।
জোকার টাকার বিনিময়ে লোক হাসায় আর বেকারদের দেখলে লোকেরা এমনিতেই হাসে।
পার্টিতে একটা জোকার যতটা প্রায়োরিটি পায়, একটা বেকার তার চেয়ে অনেক বেশি অপমান এবং লাঞ্ছনা পায়।
মানুষের শরীরে একটা রোগ হলে তা দূর করা যায় কিন্তু একটা বেকার ছেলের কষ্টদূর করার মত কোন উপায় থাকে না।
বেকারত্ব নিয়ে কষ্টের উক্তি
আপনি যদি বেকার হয়ে থাকেন. কখনো সৃষ্টিকর্তার ওপর থেকে নিরাশ হবেন না। কারণ সবকিছু মন্দের পরে আসে ভাল।আর কাল রাত্রের পর আসে দিনের। অন্ধকারের পরে আশে আলো। তাই সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেখেছেন সবসময় তার ওপর বিশ্বাস রাখুন। দেখবেন একদিন আপনার বেকারত্ব সমস্যা সমাধান হবে। এর জন্য কখনো নিরাশ হবেন না।
বাস্তবতা এখন এমনি, লোকে বলে, ছেলেটার রেজাল্ট ভালো।
শুধু মামার জোর নেই বলে দু বছর ধরে বেকার।
বেকারের কোনো আকার নেই।
জীবনে কষ্ট সইতে সইতে সবই তার সয়ে যায়।
বেকারত্বের চাঁদরে মোড়ানো মুখগুলো বাকশক্তিহীন।
কোথাও মেলেনা মনোবল, চাহনিতে পরিহাস।
সবশেষ এ অন্ধকারে মা একমাত্র আশ্বাস।
বেকারত্ব দূর করার কিছু আমল
আপনি যদি চাকরি পেতে চান তাহলে নিম্নোক্ত দোয়াটি পড়তে পারেন তাহলে দেখবেন আল্লাহতালার মেহেরবানিতে
আপনার কয়েকদিনের মধ্যেই চাকরি হয়ে গেছে।
চাকরি পাওয়ার জন্য নিম্নোক্ত দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ আছে-
فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌ
উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।
অর্থ: তখন মুসা তাদের পক্ষে (পশুগুলোকে) পানি পান করিয়ে দিল। তার পর ছায়ায় ফিরে গেল এবং বলল— ‘হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী’। (সুরা কাসাস: ২৪)
আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন, কষ্টের সাথেই তো স্বস্তি আছে। অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে। (সূরা ইনশিরাহ-৫, ৬)
সুতরাং হতাশ না হয়ে বিশ্বাস রাখুন; বিপদ দূর হয়ে শান্তি আসবে।
কুরআন কারিমে আল্লাহ এরশাদ করেন, সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল অনুসন্ধান করো। (সূরা জুমুআ-৯) মুফাসসিরে কেরাম বলেন, এ আয়াতে ‘ফজল’ দ্বারা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে রিজিক সংগ্রহ করাকে বুঝানো হয়েছে।
এক হাদিসে আমাদের প্রিয় নবী বলেছেন, হালাল রিজিক উপার্জন করা অপরাপর ফরজ কাজের পর আরেকটি ফরজ কাজ। (মু’জামে কাবির-তাবারানি, হাদিস : ৯৯৯৩)
আল্লাহ তায়ালা কুরআন কারিমে ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। (সূরা রা’দ-১১) আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টসহিষ্ণু করে। (সূরা বালাদ-৪)
বেকারত্ব নিয়ে কিছু কথা
এলাকার শ্রেষ্ঠ সন্তানরাই সব সময় সকলের কাজে এগিয়ে যায় এবং সকলকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। এবং যুব সমাজের সকল সন্তানরাই চেষ্টা করেন নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করার। অনেকেই আছেন যারা নিজের যুবক বয়সে নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য অনেক সময় অনেক মজা ঠাট্টা এবং শয়তানি ও ফাইজলামি করে।
যুব সমাজের সেই মজার সময় টুকুকে অনেকেই মনে করে যে তারা নষ্টের দিকে ধাবিত হচ্ছেন। বর্তমান যুবসমাজদের অনেকেই আছেন যারা পছন্দ করেন না তাই অনেকেই আছেন যারা যুবসমাজ নিয়ে বিভিন্ন ধরনের মতামত পোষণ করেন। আপনারা যারা যুব সমাজের ভালো এবং খারাপ দিক দুটোই নিয়ে মতবাদ প্রকাশ করার চান তারা খুব সহজেই আমাদের প্রতিবেদনটি থেকে সংগ্রহ করতে পারবেন সকল তথ্যগুলো।
আরো দেখুনঃ
অনুপ্রেরণা মূলক উক্তি, বাণী, ছন্দ, স্ট্যাটাস, এসএমএস এবং ক্যাপশন
চিন্তাশীল এবং গুরুত্বপূর্ণ স্ট্যাটাস
রাজনৈতিক স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী এবং স্লোগান
শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস, উক্তি, বাণী, কবিতা, ছন্দ এবং ক্যাপশন