শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি, বাণী, ছন্দ, সাহিত্য এবং কবিতা। আজকে আমরা বিখ্যাত একজন কবির বিভিন্ন উক্তি এবং বাণি নিয়ে হাজির হয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৮৭৬ সালে। ব্যাক্তি জীবনে তিনি অসংখ্য উপন্যাস, নাটক, গল্প এবং প্রবন্ধ রচনা করে গেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি ভারতের পশ্চিম বঙ্গে মৃত্যুবরণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত্যকর্ম হাজার বছর ধরে বাঙালির সৃতির পাতায় লিখা থাকবে। আমাদের আজকের পোস্টে সেরকমই কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি। পোস্টের এই অংশে আপনাদের জন্য রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর অসাধারণ কিছু উক্তিসমূহ। আমাদের এখানে বাছাইকৃত সেরা কিছু উক্তি দেয়া হয়েছে যেগুলো আপনারা যে কেউ চাইলেই নিজের ফেসবুক সহ বিভিন্ন সোশাল মাধ্যমে শেয়ার করতে পারেন। এসব লাইন নিজের ফেসবুকে শেয়ার করার মাধ্যমে যে কারো পার্সোনালিটি বেরে যাবে বহুগুণ। আশা করি আমাদের আজকের উপস্থাপনা আপনাদের মনকে আকৃষ্ট করতে সক্ষম হবে।
মন্দ তো ভাল’র শত্রু নয়
ভাল’র শত্রু তাঁর চেয়েও যে আরও ভাল সে
কোনো বড় ফলই বড় রকমের
দুঃখভোগ ছাড়া পাওয়া যায় না।
তারাই মহৎপ্রাণ,
যারা অন্যদেরকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে
নিজের বিপদের কথা মনে রাখে না।
সৃষ্টির কালই হল যৌবনকাল
যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয় !
মনের মিল না হলে বিবাহ করাই ভুল
দেখুনঃ বুদ্ধদেব গুহ উক্তি, বাণী, কবিতা, ছন্দ এবং উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাণী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাণী। আপনারা যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বাণী পছন্দ করেন তাদের জন্য রয়েছে আমাদের পোস্টে ভালো কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বাণী। আমাদের এখানে বাছাইকৃত সেরা কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেয়ার চেস্টা করা হয়েছে। এসব বাণী আপনারা নিজের প্রফাইলে শেয়ার করতে পারেন। ভালো কিছু লাইন শেয়ার করলে নিজের রেপুটেশন আরো বেরে যায়। তাই আমরা গুরুত্বপূর্ণ সব লাইন এখনি নিয়ে নেই। এসব জ্ঞ্যানমূলক বাণীসমূহ যে কোন যায়গায় ব্যাহহারযোগ্য।
মহত্ত জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না
তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়
মন্দ তো ভালোর শত্রু নয়
ভালোর শত্রু তার চেয়েও যে আরও ভালো সে
অতীত ভুলে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে
স্থান পাল্টানো
পক্ষপাতহীন বিচারকই
ন্যায় বিচার করতে পারে
কোনো বড় ফলই বড় রকমের
দুঃখভোগ ছাড়া পাওয়া যায় না
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছন্দ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছন্দ। পোস্টের এই অংশে আপনাদের জন্য রইয়েছে অসাধারণ কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছন্দ। এসব ছন্দ যে কারও মনে গেথে যাবে সহজেই। আমাদের পস্টে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর যাবতীয় সাহিত্যকর্ম কিছু কিছু তুলে ধরার চেস্টা করা হয়েছে। এসব কথা মনে রাখার মতো। জ্ঞ্যানী গুনীরা সবসময় এসব লাইন পছন্দ করে থাকেন। তাই ভালো লাইনটি পেতে আমাদের লেখাটি মনযোগ সহকারে পড়ুন।
এই বিশ্বব্রহ্মাণ্ডের সবটাই পরিপূর্ণ সত্য
মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে
তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না
তিক্ততার মধ্য দিয়ে সংসার ছেড়ে
শুধু হতভাগ্য লক্ষ্মীছাড়া জীবনই যাপন করা চলে,
কিন্তু বৈরাগ্য সাধন হয় না
যারা মহৎপ্রাণ
তাঁদের যেকোন অবস্থাতেই
পরের বিপদে নিজের বিপদ মনে থাকে না
ক্ষমার ফল কি শুধু অপরাধীই পায়
যে ক্ষমা করে, সে কি কিছুই পায় না!
বনের পাখির চেয়ে
পিঞ্জরের পাখিটাই বেশি ছটফট করে
পড়ুনঃ শিক্ষামূলক উক্তি ও বাণী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর রয়েছে অসংখ্যা বিশ্ববিখ্যাত বহু সাহিত্যকর্ম। রচনা করে গেছেন অনেক ইতিহাস। আমরা যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত পছন্দ করে থাকি তাদের জন্য আমাদের আজকের পোস্টের এই অংশে রয়েছে ভালো কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত্যকর্ম। আশা করি আপনাদের ভালো লাগবে।
মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না
করে মনুষ্যত্বের মরণ দেখিলে।
যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে
সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না
যেখানে ফেলে যাওয়াই মঙ্গল
সেখানে আঁকড়ে থাকাতেই অকল্যাণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সেরা সাহিত্যসমূহ
- পথের দাবী
- পরিণীতা
- দেবদাস
- শ্রীকান্ত
- রামের সুমতি
- বিরাজবৌ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা। যারা কবিতা ভালোবাসেন কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কবিতে পড়তে পছন্দ করেন তাদের জন্য রইলো ভালো কিছু কবিতার লিস্ট। এখানে থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সেরা কবিতা টি পেয়ে যেতে পারেন সহজেই। এসব কবিতা আপনি অনলাইনে কিংবা বই এর দোকানে সহজেই পেয়ে যাবেন।
মহত্ত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না
তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়
রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত
মাথার উপরে থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে
মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ!
তার দেহ দোষে -গুণে জড়ানো
কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার সভাব বলে ধরে নেওয়া চলে না
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সেরা কবিতাসমূহ
- দেবদাস
- পল্লী সমাজ
- কাশীনাথ
- অভাগীর স্বর্গ
- ছেলেধরা
- লালু-১,২,৩
- নতুনদা
- রামের সুমতি
- বিলাসী
শেষ কথাঃ
সুপ্রিয় পাঠক, আশা করি আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা চেস্টা করি সবসময় পাঠকের চাহিদা মোতাবেক কাজ করার জন্য। তাই আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো দেখুনঃ
শুভ সকাল স্ট্যাটাস, এস এম এস, শুভেচ্ছা বার্তা এবং ছবি ডাউনলোড