বুদ্ধদেব গুহ উক্তি, বাণী, কবিতা, ছন্দ এবং উপন্যাস

বুদ্ধদেব গুহ

বুদ্ধদেব গুহ উক্তি, বাণী, কবিতা, ছন্দ এবং উপন্যাস । বুদ্ধদেব গুহ চলে যাওয়ার পর থেকেই হঠাত তার সম্পর্কে মানুষ বিভিন্নভাবে অনলাইনে সার্চ করেছেন। যারা বুদ্ধদেব গুহ এর ভক্ত ছিলেন তারা খোঁজাখুঁজি করতেছেন বুদ্ধদেব গুহ’র বিভিন্ন উক্তি, কবিতা উপন্যাস বা ভালো কিছু লাইন। সেইসব মানুষের জন্য আমাদের আজকের পোস্টে উপস্থাপন করা হলো বুদ্ধদেব গুহের ভালো কিছু উক্তি, কবিতা ছন্দ এবং সেরা সকল উপন্যাসসমূহ। আশা করি আমাদের আজকের পোস্ট আপনাদের ভালো লাগবে।

বুদ্ধদেব গুহ

বুদ্ধদেব গুহ। বাংলা ভাষার সুপরিতি একজন কথা সাহিত্যিক এর নাম হচ্ছে বুদ্ধদেব গুহ। আমাদের আজকের পোস্টে তারই কিছু উক্তি উপস্থাপন করা হয়েছে। আপনারা যারা বুদ্ধদেব গুহ এর কবিতা পছন্দ করেন তারা এখান থেকে ভালো কিছু কবিতা পেয়ে যেতে পারেন। আমরা চেস্টা করেছি আমাদের পোস্ট বুদ্ধদেব গুহ এর বলা ভালো কিছু লাইন দেয়ার জন্য। আশা করি আপনারদের ভালো লাগবে।

বুদ্ধদেব গুহ উক্তি

বুদ্ধদেব গুহ উক্তি। আপনারা যারা বুদ্ধদেব গুহ এর উক্তি খুজতেছেন তাদের জন্য আমাদের এখানে রয়েছে বুদ্ধদেব গুহ এর উক্তি সমুহ। এখানে থেকে আপনার পছন্দের উক্তিটি বেছে নিতে পারেন। আমরা চেস্টা করেছি বুদ্ধদেব গুহ এর বিখ্যাত উক্তিসমুহ এখানে উপস্থাপন করার জন্য।

মানুষ যখন একেবারে একা থাকে তখন সে যে মানসিক স্তরে থাকে
সে আসলে ঠিক সেই স্তরেরই মানুষ,
অর্থাৎ , যে মানুষ একা হলেই ইশ্বর চিন্তা করে সে ধার্মিক, 
যে প্রেমিকার কথা ভাবে, সে প্রেমিক, 
যে ছেলেমেয়ে , স্ত্রীর কথা ভাবে সে সংসারী, 
যে খাওয়ার কথা ভাবে সে পেটুক, 
টাকার চিন্তা যে করে সে বৈষয়িক, 

কি যে দেখেছিলাম তোমার ঐ মুখটিতে কুরচি।
এত যুগ ধরে কত মুখইতো দেখলো এই পোড়া চোখ দু’টি।
কিন্তু, কিন্তু এমন করে আর কোনো মুখ’এইতো আমার সর্বস্বকে চুম্বকের মত আকর্ষণ করেনি।

বুদ্ধদেব গুহ বাণী

বুদ্ধদেব গুহ বাণী। পোস্টের এই অংশে রয়েছে বুদ্ধদেব গুহ এর কিছু বাণী। আপনারা যারা ভালো কিছু বাণি সার্চ করতেছেন তাদের জন্য বিশেষ কিছু বুদ্ধদেব গুহ এর বাণী দেয়া রয়েছে, আপনারা চাইলেই এখান থেকে নিয়ে নিতে পারেন এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনলো।

প্রত্যেক পুরুষই শুধুমাত্র তার নিজের
সমাজের , নিজের রুচির , নিজের পছন্দের নারীর কাছে এসেই
নিজের শরীরের বিদ্যুৎবাহী তারে হঠাত চৌম্বকত্বের সাড়া পায়।
যেকোনো নারী যে-কোনো পুরুষকে জ্বালাতে পারে না,
যে-কোনো পুরুষও পারে না যে-কোনো নারীকে।
এইখানেই মানুষের এত দুঃখ ।

ভালো না বাসলেই ভালো,
বড় কস্ট ভালোবাসায়।
ভালোবাসাতো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না,
ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়।

বুদ্ধদেব গুহ কবিতা

বুদ্ধদেব গুহ কবিতা। বুদ্ধদেব গুহ এর লেখা ভালো কিছু কবিতা এখানে দেয়া হয়েছে। এখান থেকে যে কোন কবিতা আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অথবা কোন লাইন যদি পছন্দ হয়ে থাকে তাহলে সেটি নিজের সোশাল মাধ্যমে পোস্ট করতে পারেন।

ভালোবেসে তা অস্বীকার করাতেই পাপ,
ভালোবেসে ভালোবাসার লোককে খুশি না করাই পাপ,
নিজে খুশি না হওয়াও পাপ। 

প্রেমের মানুষকে জীবনে কখনও পেতে নেই,
প্রাপ্তিতে প্রেমকে প্রায়শই পরাস্ত করে।
প্রেমের দীপ্তি চিরদিনই অম্লান থাকে তার অপ্রাপ্তিতেই।

বুদ্ধদেব গুহ ছন্দ

বুদ্ধদেব গুহ ছন্দ। বুদ্ধদেব গুহ এর ছন্দসমূহের মধ্যে থেকে বাছাইকৃত সেরা কিছু ছন্দ এখানে উপস্থাপন করা হয়েছে। আমাদের পোস্টের এই অংশে আপনারা বুদ্ধদেব গুহ এর ছন্দ পেয়ে যাবেন। আশা করি এখান থেকে ছন্দগুলি আপনাদের পছন্দ হবে।

আহা রোজই যদি আসতো
আর তারপরই তোমার এই চিঠি
দিন আজকে ভালো যাবে আমার।
বলছিলাম যে, সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখবো ভাবছিলাম।

সৌন্দর্যের বুকের মধ্যেই অসৌন্দর্য থাকে,
আর যা অসুন্দর বলে মনে হয় , তার মধ্যেও সৌন্দর্য থাকে।

বুদ্ধদেব গুহ উপন্যাস

বুদ্ধদেব গুহ উপন্যাস। আপনারা যারা বুদ্ধদেব গুহ এর উপন্যাস খুজতেছেন কিংবা কোন উপন্যাসটি পড়া উচিৎ সেটা নিয়ে ভাবতেছেন তাদের জন্য রয়েছে ভালো কিছু উপন্যাস। যদি পছন্দ হিয় তাহলে এখান থেকে ভালো কিছু উপন্যাস নিয়ে নিতে পারেন। আমরা চেস্টা করেছি সর্বাধিক পঠিত উপন্যাসগুলী এখানে উপস্থাপন করার জন্য।

বুদ্ধদেব গুহ এর সেরা দশ টি উপন্যাসঃ

  • হলুদ বসন্ত
  • অভিলাষ
  • বাবলি
  • মাধুকরী
  • কোজাগর
  • একটু উষ্ণতার জন্য
  • চাপরাশ
  • চানঘরে গান
  • সবিনয় নিবেদন
  • কোয়েলের কাছে

শেষ কথাঃ 
সুপ্রিয় সুধি, আশা করি আমাদের আজকের পোস্ট আপনাদের ভালো লেগেছে। এখান থেকে যদি কোন লাইন আপনার মনকে আকৃষ্ট করে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না। এছারা আমাদের বিষয়ে কোন মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে ভূলবেন না।

আরো দেখুনঃ

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

আবেগি ফেসবুক স্ট্যাটাস

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top