মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। এতে প্রায় ১৮টি যানবাহন ও কয়েক শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বুধবার সকালেও ফেরি চলাচল শুরু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ফেরি রজনীগন্ধা নোঙর করা অবস্থায় ছিল। এসময় ফেরিটির সাথে বলগেটের ধাক্কা লাগে এবং ফেরিটি ডুবে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফেরি ডুবে যাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। তবে ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি রজনীগন্ধা বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে।
হতাহতের আশঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, ফেরি ডুবে যাওয়ার পরপরই যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে। এতে অনেকে ডুবে যেতে পারে।
উদ্ধারকাজে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অংশ নিচ্ছে।