প্রাণিসম্পদ অধিদপ্তরে গত ১৭ এপ্রিল একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি তে বলা হয়েছে ১৩ টি ক্যাটাগড়ী তে মোট ৬৩৮ জন কে নিয়োগ দেয়া হবে। -Pranisompod Odhidoptor Niog
প্রাণিসম্পদ অধিদপ্তরে সকল চাকুরী প্রত্যাশীদের আবেদন করার আহবান করা হয়েছে। নিচে পদের নাম এবং পদের সংখ্যা যথাক্রমে উপস্থাপন করা হলোঃ
- ক্যাশিয়ার-৫৪
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪৬১
- ল্যাবরেটরি টেকনিশিয়ান-৩৯
- ষ্টোর কিপার- ৪
- সহকারী ষ্টোর কিপার/ সহকারী গুদাম রক্ষক- ৪
- ড্রাইভার- ৪৯
- ড্রাইভার ট্রাক্টর- ৫
- মিল্ক ভ্যান ড্রাইভার-২
- ট্রাক ড্রাইভার- ৬
- ড্রাইভার (ট্রলি)- ৪
- ড্রাইভার (লরি)- ৪
- পিকাপ ড্রাইভার- ২
- ড্রাইভার পাম্প/পাম্প চালক- ৪
আবেদন শুরুর তারিখঃ ১৮/০৪/২০২৪ ইং। সকাল ৯ ঘটিকা হইতে
আবেদনের শেষ তারিখঃ ১৯/০৫/২০২৪ ইং। রাত ১২ ঘটিকা পর্যন্ত
সকল পদের জন্য নির্ধারিত নিয়মে ২০০/- (দুইশত) টাকা অফেরতযোগ্য আবেদন ফি হিসেবে দিতে হবে। তাছাড়া বাকী নিয়ম গুলো অন্যান্য সরকারী চাকুরির আবেদন এর মতোই।
www.dls.gov.bd এই ওয়েবসাইট এ প্রবেশ করে “অনলাইন নিয়োগ” আইকন এ সমস্ত বিস্তারিত পাওয়া যাবে। প্রাণিসম্পদ অধিদপ্তরে অফিশিয়াল ওয়েবসাইট এটি। এছাড়া কোনো লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
পোস্ট টি শেয়ার করে সবাইকে আবেদন করার সুযোগ করে দিন। সকল সরকারী এবং গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে এখন থেকে 24Update.Net ওয়েবসাইট ফলো করুন।