ভারতে কবে ঢুকছে টেসলা ! এর দাম কত হবে ?

tesla in india

টুইটারে ইলন মাস্কের ভক্তের প্রশ্ন ছিলো, “কবে ভারতের বাজারে আসবে টেসলা ! এ ব্যাপারে কোন আপডেট আছে কি ! গাড়িগুলো আসলেই অসাধারণ পৃথিবির সব প্রান্তই এই গাড়িগুলো উন্মুক্ত থাকা উচিত।”

জবাবে টুইটে ইলন মাস্কর উত্তর, “সরকারে অনেক বাধার মুখে এখনো চেস্টা করছি।” কয়েকবছর ধরেই ভারতের বাজারে প্রবেশ করতে চাচ্ছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি টেসলা। তবে দেশটির দ্বিতীয় জনবহুল দেশটিতে প্রবেশে তাদের সামনে বাধা হয়ে দাড়িয়েছে সরকারে উচ্চ আমদানি শুল্ক।

আমদানি করা গাড়ির উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। ৪০ হাজার ডলার বা তার থেকে কম দামের ইলেকট্রিক গাড়ির উপর ৬০ শতাংশ আমদানি কর ধার্য করে থাকে ভারত। অপরদিকে যেসব গাড়ির দাম ৪০ হাজার ডলারের বেশি সেসব গাড়ির আমদানি শুল্ক ১০০ শতাংশ এর উপর।

ভারতের এই উচ্চ কর হার নিয়ে হতাশ ইলন মাস্কও। গত বছর জুলাই এ এক টুইটে তিনি এই কর হারকে বড় দোশগুলোর মধ্যে বিশ্বের সর্বোচ্চ বলে উল্লেখ করেন।

বিশ্বের পঞ্চম বৃহত্তম এই গাড়ির বাজারে দীর্ঘদিন ধরেই নিশানা ইলন মাস্কের। গত বছরের জানুয়ারিতে ভারতের টেসলা মটরস ইন্ডিয়া নামে রেজিস্ট্রি হয় প্রতিষ্ঠানটি। কোম্পানি টি তাদের জনপ্রিয় মডেল থ্রী গাড়িটিকে ভারিতের বাহজারে আনার চেস্টা চালাচ্ছে। এজন্য ভারত সরকারের কাছে কর রেয়াত এর আহ্বান জানিয়েছিলো প্রতিষ্ঠানটি।

তবে ভারত সরকার তেসলার শুল্ক রেয়াত এর আবেদনে খুভ একটা সারা দিচ্ছে না। তারা বরং টেসলাকেই ভারতে একটা গাড়ি নির্মান প্ল্যান পরামর্শ দিয়েছে। বিশ্ববাজারে টেসলার জনপ্রিয় মডেল থ্রী গাড়ীটির দাম প্রায় ৪০ হাজার ডলার। গাড়িটিকে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতাদের সাদ্ধের মধ্যেই বলে দাবি করা হয়। তবে কর সহ ভারতে এই গাড়ীটির দাম দাঁড়াবে ৬০ লাখ রুপি।

আরো দেখুনঃ ভারত থেকে আমদানি পণ্য তালিকা

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top