কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্নোক্ত পদসমূহে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসারে কম্পিউটার অপারেটর পদে এবং “বাংকাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভুত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪(সংশোধিত ২০২০)” অনুসারে অবশিষ্ট ০৩ ক্যাটাগরির পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী সরাসরি নিয়োগের জন্য পদের পার্শে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহবান করা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেন করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন তারা এ বিষয়ের সকল বিস্তারিত আমাদের পোস্টে পেয়ে যাবেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত তথ্য
আবেদন শুরুর তারিখঃ ২৬/০৪/__ সকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখঃ ২৫/০৫/__ সন্ধ্যা ৬.০০ ঘটিকা
পদের সংখ্যাঃ ৪ টি ক্যাটাগরিতে মোট ০৯ জনকে নিয়োগে দেয়া হবে।
০১. কম্পিউটার অপারেটর
বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড- ১৩)
পদের সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী;
খ. কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজীতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।
০২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড- ১৩)
পদের সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
খ. কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
গ. সাঁট-লিপি পরিক্ষার গতিঃ ইংরেজীতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতিঃ ইংরেজীতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২৫ শব্দ।
০৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেলঃ ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড- ১৬)
পদের সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ. কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত;
গ. প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দ টাইপের গতি থাকতে হবে।
০৪. অফিস সহায়ক
বেতন স্কেলঃ ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)
পদের সংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কারিগরি ও মদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগের বয়স সীমা
১৫/০৪/২০২১ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা প্রার্থির ক্ষেত্রে বয়স অনুর্ধ ৩২ বছর এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থির ক্ষেত্রে বয়স অনুর্ধ ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কারিগরি ও মদ্রাসা শিক্ষা বিভাগে আবেদন ফি
প্রার্থিগণ যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জন প্রতি ১-৩ নং ক্রমিকের পদের জন্য ১০০/- টাকা;এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২/- টাকা এবং ৪ নং ক্রমিকের পদের জন্য ৫০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬/- টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ ঘন্টার মধ্য জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
কারিগরি ও মদ্রাসা শিক্ষা বিভাগে আবেদন এর নিয়ম
০১. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যাক্তি http://tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন পত্র পুরণ করতে পারবেন।
০২. অনলাইনে আবেনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
০৩. অনলাইনে আবেদনপত্র পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যাবহ্রত হবে, সেহেতু আবেদন প্রেরণ করা পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
০৪. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে ব্যাবহার করবেন।
০৫. প্রবেশপত্রসংক্রান্ত বিষয় যোগ্য প্রার্থিদের এএসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং তারা একই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
কারিগরি ও মদ্রাসা শিক্ষা বিভাগে আবেদন এর শর্তাবলী
০১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
০২. কোন বিদেশী নাগরিককে বিবাহ করেননি এবং ভবিষ্যতেও করবেন না মর্মে চূড়ান্ত নিয়োগের সময় প্রতিশ্রুতি প্রদান করিতে হইবে।
০৩. কোন প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মুলকপি জমা দিতে হবে।
০৪. আবেদন অবশ্যই অনলাইনে সম্পন্ন করতে হবে। কোন হার্ডকপি গ্রহণ করা হবে না।
০৫. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যামান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে।
০৬. কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/ বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
০৭. শূণ্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৮. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদন পত্র কোন কারণ দর্শানো ব্যাতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
০৯. চূড়ান্ত নিয়োগের পূর্বে স্বাস্থ অধিদপ্তর নির্ধারিত সিভিল সার্জনের নিকট থেকে প্রাপ্ত স্বাস্থগত সনদ দাখিল করতে হবে।
১০. পুলিশ প্রতিবেদনে কোন বিরূপ মন্তব্য থাকলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
আরো দেখুনঃ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ স্কাউটস এ নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি