কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতের শূণ্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন পত্র আহবান করা হয়েছে। যারা আগ্রাহী প্রার্থী রয়েছেন তারা আমাদের পোস্ট থেকেই বিস্তারিত জানতে পারবেন। এখানেই আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত তথ্য

আবেদন শুরুর তারিখঃ ০৫/০৫/ সকাল ১০.০০ ঘটিকা।

আবেদনের শেষ তারিখঃ ২৫/০৫/ বিকাল ০৫.০০ ঘটিকা।

পদের সংখ্যাঃ মোট ২১৮১ টি

পদের নামঃ ক্রাফট ইন্সট্রাক্টর (সপ)

পদের সংখ্যাঃ ১০৫৭ টি
বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. পদার্থ ও রসায়ণ সহ ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা
অথবা,
উচ্চ মাধ্যমিক(ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

বিভাগ এবং পদ সংখ্যাঃ
সিভিল-১৫৬
ইলেকট্রিক্যাল-৯৮
মেকানিক্যাল-৮৫
পাওয়ার-৪৫
ইলেকট্রনিক্স-১৪১
কম্পিউটার-১৯৫
অটোমোবাইল-৪
আরএসি-৭৫
এনভায়রনমেন্টাল-৩১
কেমিক্যাল-৩
ফুড-৩৯
টেলিকমিউনিকেশন-১৫
ইলেকট্রোমেডিক্যাল-২৭
আর্কিটেকচার-৬
এআইডিটি-৪৫
কন্সট্রাকশন-২৫
মেকাট্রনিক্স-১৮
ট্যুরিজম-১১
ডাটা কমি-৫
কম্পিউটার সাইন্স-৫
আইপিসিটি-১৩
মাইনিং-১
সার্ভে-৫
গার্মেন্টস ডিজাইন এন্ড পের্টান মেকিং-৩
সিভিল (উড)-২
গ্রাফিক ডিজাইন-২
প্রিন্টিং-২

পদের নামঃ ক্রাফট ইন্সট্রাক্টর (টিআর/ইলেকট্রনিক্স/টেক)

পদের সংখ্যাঃ ১০১৯ টি
বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেনির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা
অথবা,
উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় ইত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

বিভাগ এবং পদের সংখ্যাঃ
সিভিল-১৬৫
ইলেকট্রিক্যাল-৯৪
মেকানিক্যাল-৯৫
পাওয়ার-৪৬
ইলেকট্রনিক্স-১২৭
কম্পিউটার-১৭৭
অটোমোবাইল-৫
আরএসি-৫৯
এনভায়রনমেন্টাল-৩১
কেমিক্যাল-৪
ফুড-২৭
টেলিকমিউনিকেশন-১৩
ইলেকট্রোমেডিক্যাল-৩০
আর্কিটেকচার-৬
এআইডিটি-৪৯
কন্সট্রাকশন-২৫
মেকাট্রনিক্স-৯
ট্যুরিজম-১০
ডাটা কমি-৫
কম্পিউটার সাইন্স-৫
আইপিসিটি-১২
মাইনিং-১
সার্ভে-৫
গার্মেন্টস ডিজাইন এন্ড পের্টান মেকিং-৪
সিভিল (উড)-৪
সিরামিক-৩
গস্নাস-২
গ্রাফিক ডিজাইন-৩
প্রিন্টিং-৩

পদের নামঃ ক্রাফট ইন্সট্রাক্টর (টেক/ল্যাব)

পদের সংখ্যাঃ ১০৫ টি
বেতন স্কেলঃ ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা,
উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

বিভাগ ও পদের সংখ্যাঃ
সিভিল-৮
ইলেকট্রিক্যাল-৬
মেকানিক্যাল-৩
পাওয়ার-১
ইলেকট্রনিক্স-১৮
কম্পিউটার-২৭
আরএসি-১৯
এনভায়রনমেন্টাল-১
ফুড-১৩
টেলিকমিউনিকেশন-১
ইলেকট্রোমেডিক্যাল-২
কন্সট্রাকশন-১
মেকাট্রনিক্স-৫

কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ আবেদন ফি

ইউজার আইডি ও নাম ব্যাবহার করে প্রার্থী যে কোন টেলিটক প্রিপেইড নাম্বার হতে দুটি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ১২২/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্য জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ আবেদনের নিয়ম

০১. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যাক্তি http://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পুরণ করতে পারবেন।

০২. অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও রঙিন ছবি যথাযথভাবে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

০৩. অনলাইন আবেওদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তিতে সকল কার্যক্রমে ব্যাবহ্রিত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃতসকল তথ্যের সঠিকতা স্পম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

০৪. প্রার্থী অনলাইন পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

৫. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি একই ওয়েবসাইটে এবং প্রার্থির মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) জানানো হবে।

০৬. অনলাইন আবেদনপত্রে প্রার্থির প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাতক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ আবেদনের শর্তাবলী

০১. সকল পদে ১৫/০৪/২০২১ খ্রি. তারিখে বয়স ১৮ হতে ৩০বছরের মধ্য হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০২. সরকারি/আধা সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৩. প্রার্থি নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটা সহ সরকারি বিশেষ বিধিমালা অনুসরণ করা হবে।

০৪. বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূণ্য পদের সংখ্যা কম/বেশী হতে পারে, যা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।

০৫. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৬. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

০৭. অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আরো দেখুনঃ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ স্কাউটস এ নিয়োগ বিজ্ঞপ্তি 
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top