[ads1]
জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট বাঙলির অইতিহ্যে অন্যতম একটি দিন। জাতীয় শোক দিবসটি ঘিরে বাঙলালীর বিভিন্ন কর্মসূচি থাকে প্রতিবছর। কিন্তু করোনার কারণে এবার বাহ্যিকভাবে এতটাও বৃহদাকারে পালিত না হলেও ভার্চুয়াল বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে এবার। বাঙলালির ইতিহাসের এমন একটি দিন স্বরণীয় হয়ে থাকবে লাখো বছর। ভয়ানক হামলা চালানো হয় উক্ত দিনটিতে বঙ্গবন্ধু তথা তার পরিবারের উপর। বাঙালি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে।
[ads1]
জাতীয় শোক দিবসের কবিতা
জাতীয় শোক দিবসের কবিতা। আপনারা যারা জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা খুজতেছেন তাদের জন্য আমাদের আজকের পোস্ট রয়েছে অসাধারণ কিছু কবিতা। শোক দিবস উপলক্ষে আপনারা অনেকেই সোশাল মাধ্যমে বিভিন্ন কবিতা পোস্ট করার মাধ্যমে শোক শোকের অনুভূতি প্রকাশ করে থাকি। সেইসব মানুষ আমাদের এখান থেকে সহজেই যে কোন কবিতা নিয়ে নিতে পারেন।
মুজিব একটি জাতির পতাকা
ব-দ্বীপ সমৃদ্ধ মানচিত্রের ব্যাকুলতা
মুজিব মানে জয় বাংলা পুষ্ট স্লোগান
রক্ত-ঋণে অর্জিত স্বাধীনতা
যতদিন এই দেশের মাটিতে
একটি মানুষ থাকবে
ততদিন ধরে বঙ্গবন্ধু
তোমাকেই মনে রাখবে
তোমার স্বপ্নে তোমার কর্মে এই বাঙালি আজকে ধন্য
সব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তোমার জন্য
১৫ আগস্ট নিয়ে কবিতা
১৫ আগস্ট নিয়ে কবিতা। ১৫ আগস্ট এক ঐতিহাসিক দিন বভাঙালী জাতির জন্য। অনেকেই রয়েছেন যারা কবিতা আবৃতির মাধ্যমে এই দিনটিকে উৎযাপন করে থাকেন। ফেসবুকে ছোট ছোট কবিতা দিয়ে থাকেন অনেকেই। শোকের অনুভুতি প্রকাশের অনেক মাধ্যম থাকলেও কবিতা পোস্ট করে থাকেন অনেকেই। আমাদের পোস্ট আজকে বাছাইকৃত সেরা কিছু ১৫ আগস্ট এর কবিতা দ্বারা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলা
বীর বাঙালির আত্মার সুর
বাংলাদেশের প্রাণে-প্রান্তরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
কে জ্বেলেছে লক্ষ প্রাণে
স্বদেশ প্রেমের আগুন
কে এনেছে বাংলাদেশে
স্বাধীনতার ফাগুন!
পাখিদের গানে, বাতাসের সুরে
তোমার নামটি আসে ঘুরে ঘুরে
দেখুনঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
জাতীয় শোক দিবসের বক্তব্য
জাতীয় শোক দিবসের বক্তব্য। আপনারা যারা জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য দিতে চাচ্ছেন কিংবা বক্তব্য দেয়ার প্রস্তুতি গ্রহণ করছেন তারা বক্তব্যের সাথে দেয়ার মতো কিছু লাইন এখান থেকে নিতে পারেন। আমরা চেস্টা করেছি পোস্টের এই অংশে ভালো কিছু বক্তব্যের লাইন তুলে ধরার জন্য। এইসব লাইন আপনার বক্তব্যের সাথে সংযুক্ত করতে পারেন। তাহলে আশা করি আপনার বক্তব্য শ্রুতিমধুর শুনতে লাগবে সবার কাছে।
বাংলাদেশের শাশ্বত সবুজ
চুমু খায় যেই মুখ
বাঙালি-পুত্র গর্বিত মুজিব
চিরস্পন্দিত বুক
মুজিব মানে দেশপ্রেম
মুজিব মানে মুক্তি
মুজিব হলেন বঙ্গবন্ধু
ভালবাসার উক্তি
মৃত্যুতে সব ফুরিয়ে যায় না– চিত্ত যদি হয় অফুরান
আমার আকাশ আমার বাতাস– সবই তো তোমার অবদান।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর বক্তব্য
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর বক্তব্য। ১৫ আগস্ট এর বক্তব্য দিতে গেলে আপনাকে এখান থেকে লিছু লাইন সংগ্রহ করা উচিৎ। এই সমস্ত লাইন সাধারণত বক্তব্যে সংযুক্ত করতে হয়। তাহলে আপনার বক্ত্যব্য প্রাণ ফিরে পায়। আপনি চাইলেই পছন্দের একটি কবিতা বক্তব্যের মাঝখানে বসিয়ে দিতে পারেন। তাহলে বিষয়টা আরো প্রাণবন্ত হয়ে উঠবে।
আজ লাল সবুজের উরন্ত পতাকা তোমার রেখে যাওয়া অবদান,
বাংলার মানুষ হাজার বছরেও ভুলবেনা তোমার এই দান
ছিলেন তিনি প্রাণবাজির এক গায়ক
চাইলে তাঁকে খুব নিকটেই পাবে
জীবন-নদীর বাঁকে
টুঙ্গিপাড়া কিংবা অজগাঁয়ে
শহরেও আছেন তিনি পালতোলা এক নায়ে
শোনো, উদাস মাঝি কী নামে আজ হাঁকে!
নীল আকাশের তারা হয়ে তুমি
সবার হৃদয়ে ফুটবে,
তোমার নামেই মানুষ ঘুমাবে
তোমার নামেই উঠবে।
হাজার সালাম তোমার তরে হে মুজিব
তুমি ছিলে,তুমি আছো,তুমি রবে
বাঙালির হৃদয় জুড়ে।
শেষ কথাঃ
সুপ্রিয় পাঠক, আশা করি আপনাদের পছন্দের লাইনটি আমাদের পোস্টে পেয়ে গেছেন। আমরা চেস্টা করেছি বাছাইকৃত সেরা কিছু লাইন দ্বারা আপনাদেরকে উপকৃত করার জন্য। তাই এ বিষয়ে আপনাদের কোন মতামত থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে ভূলবেন না। আমরা সবসময় পাঠকের চাহিদা কে প্রাদান্য দিয়ে কাজ করে থাকি। পাশে থাকার জন্য ধন্যবাদ।
দেখুনঃ
১৯৭৫ সালের ১৫ আগস্ট এর ঘটনাবলি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা