লালনের উক্তি, বাণী, ছন্দ, সাহিত্য এবং সেরা দশ কবিতা

lalon

লালনের উক্তি, বাণী, ছন্দ, সাহিত্য এবং কবিতা। আমরা যারা উক্তি পছন্দ করি তারা সবাই কম বেশিলালনের উক্তি অনেক সময়ই শুনে থাকে বা পছন্দ করি। লালনের বলা বিখ্যাত সব উক্তি আমরা অনেক সময়ই ব্যাবহার করে থাকি। বিখ্যাত এই ব্যাক্তির উক্তি নিয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন। আমাদের আজকের পোস্টে সেইসব মানুষের জন্য রয়েছে অসাধারণ সব লালনের উক্তিসমূহ। আমরা চেস্টা করেছি বাছাইকৃত সেরা সকল লালনের উক্তিসমূহ আমাদের এখানে উপস্থাপন করার জন্য। আমরা আশা করি আমাদের আজকের উপস্থাপনা আপনাদের পছন্দ হবে।

আমাদের আজকের পোস্টে যা রয়েছে,

  • লালনের উক্তি
  • লালনের বিখ্যাত বাণীসমূহ
  • লালনের ছন্দ
  • লালনের রচিত সাহিত্যসমূহ এবং
  • লালনের সেরা দশ কবিতা

লালনের উক্তি

লালনের উক্তি। আমাদের আজকের পোস্টের এই অংশে আপনাদের জন্য রয়েছে লালন সাই এর বিখ্যাত সব উক্তিসমূহ। এসব উক্তি বা কথা লালন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে বলে গিয়েছেন। এসব লাইন আজও সৃতির পাতায় রয়ে গেছে। এসব লালনের উক্তিসমূহ এখনো যে কারো মনে সহজেই গেথে যেতে পারে। কাব্যপ্রেমী অনেকেই রয়েছেন যারা লালনের উক্তিসমূ খুজে থাকেন। কিংবা নিজের টাইমলাইনে ছাড়ার মতো ভালো একটি উক্তি খুজে থাকেন। তাই সেইসব উক্তি প্রেমী মানুষের জন্য আমাদের আজকের উপস্থাপনা।

যে করে কালার চরণের আশা
জানো নারে মন তার কী দুর্দশা

এমন মানবজনম আর কি হবে
মন যা করো তরায় করো এইভবে

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার

শুনি মরিলে পাব বেহেস্তখানা,
তা শুনে তো মন মানেনা 

মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়

খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়,
ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়

গুরু লোভী শিষ্য কামী
প্রেম করা তার সেচা পানি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি

ও যার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনতে পারলে রে
যাবে আচেনারে চেনা

যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয়
রাগের তালা খুলে সে রূপা দেখতে পায়

দেখুনঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি

লালনের বাণী

লালনের বাণী। কাব্য অনুসন্ধানী অনেকেই রয়েছেন যারা লালনের বাণী পছন্দ করে থাকেন। লালনের বলা বিখ্যাত সব বাণী রয়ে যাবে ইতিহাসের পাতায় হাজার বছর ধরে। আমরা চেস্টা করি আমাদের সাইটে এসব বিখ্যাত সকল ব্যাক্তিবর্গের রচয়িত সব বাণী আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি এসব বাণী আপনাদের পছন্দ হবে। আপনি চাইলে এখান থেকে পছন্দের একটি বাণী আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সহজেই।

কতো কামী লোভী পরেছে ধরা
চার খাইবার আশে

যে জন পঞ্চতত্ত্ব যজে লীলারূপে মজে
সেই জানে রসিক রাগের ধারা

আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই
সেই রূপের নিত্যলীলা নাই

লালন ফকির ভেবে বলে
দেখলাম মরা ভাসে মরার ঘাটে

এ কিরে সাঁইয়ের আজব লীলে
আমার বলতে ভয় হয়রে দেলে

দেখো দিবারাতি নাই সেখানে;
মনের মানুষ যেখানে
কী সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে

lalon quotes

আমার জনম গেলো তোমার আশে
তুমি দাও হে দেখা অন্তিমে এসে

রসিক যাঁরা চতুর তাঁরা
তাঁরাই নদীর ধারা চেনে

নূর টলে হলো নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কী প্রকার

শুনেছি সাধুর করুনা
সাধুর চরণ পরশিলে হয় গো সোনা

শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
মুখে কথা কোক বা না কোক
নয়ন দেখলে চেনা যায়

দেখুনঃ বুদ্ধদেব গুহ উক্তি

লালনের ছন্দ

লালনের ছন্দ। আজকের উপস্থাপনার এই অংশে আপনাদের জন্য রয়েছে অসাধারণ কিছু লালনের ছন্দ। আসলে ছন্দ বলতে সবই লালনের বলা উক্তি অথবা বাণীসমূহ। এসব মানুষ বিভিন্নভাবে সার্চ করে থাকে। তাই আমরা ভালো কিছু লালনের ছন্দ আপনাদের জন্য নিয়ে এসেছি। দেরি না করে ভালো একটি লালনের ছন্দ এখনই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিন।

সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদকমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না

কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়
না হল জনম ভরে তার পরিচয়।

মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে
সে কি অন্য তত্ত্ব মানে !

সব লোকে কয় লালন কি জাত এ সংসারে
লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে

লালনের সাহিত্য

লালনের সাহিত্য। লালন সাই এর ঝুলিতে রয়েছে অসংখ্য সাহিত্য। রচনা করে গেছেন বহু সংখ্যক কবিতা। আমাদের আজকের পোস্টের এই অংশে তারই কিছু বাছাইকৃত সেরা কিছু অংশ বিশেষ তুলে ধরা হয়েছে। এসব লাইন যে কারও মনে গেথে যাবে সহজেই। তাই আপনারা এসব লাইন পছন্দ হলে ব্যাবহার করতে পারেন নিজের ফেসবুক পোস্টে।

বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে
আমি একদিন না দেখিলাম তারে

পড়শি যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেত, দূরে
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁকে রে

চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
হবো বলে চরন দাসী
ও তা হয়না কপাল গুনে 

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পাই অন্বেষণ
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরিয়ে দর্পণে

রোজ কেয়ামত বলে সবাই
কেউ বলে না তারিখ নির্ণয়
হিসাব হবে কি হচ্ছে সদাই
কোন কথায় মন রাখি রাজি

দেখুনঃ শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

লালনের সেরা দশ কবিতা

লালনের সেরা দশ কবিতা। আপনারা যারা লালনের কবিত্রা পছন্দ করেন। কিংবা যারা লালনের সেরা সব কবিতা খুজতেছেন তাদের জন্য রইলো লালনের সেরা দশটি কবিতা। আসলে লালনের রচনা করা বহুসংখ্যক কবিতা রয়েছে। সেখান থেকে বাছাই করে লিস্ট থেকে বাদ দেয়া কস্টসাধ্য বেপার। তারপরেও আমরা চেস্টা করেছি যে ভালো কয়েকটি কবিতা শর্টলিস্ট করার জন্য। এগুলোই লোকমুখে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বলে সবার ধারণা। তাহলে চলুন দেরি না করে দেখে নেয়া যাক লালনের সেরা ১০ টি কবিতা।

  1. দেখ না মন,ঝকমারি এই দুনিয়াদারী
  2. ধর চোর হাওয়ার ঘরে ফান্দ পেতে
  3. সব সৃষ্টি করলো যে জন
  4. সময় গেলে সাধন হবে না
  5. আছে আদি মক্কা এই মানব দেহে
  6. তিন পাগলে হলো মেলা নদে এসে
  7. এসব দেখি কানার হাট বাজার
  8. মিলন হবে কত দিনে
  9. কে বানাইলো এমন রঙমহল খানা
  10. মানুষ গুরু নিষ্ঠা যার

শেষ কথাঃ
প্রিয় পাঠক, সময় নিয়ে আমাদের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আমাদের আজকের উপস্থাপনা ক্যামন হয়েছে সেটি অবশ্যই আমাদেরকে জানাতে ভূলবেন না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্য অনলাইন হয়ে সংগৃহীত। তাই কোন প্রকার ভুলভ্রান্তি থাকলে সেটি মানবিক দিক থেকে বিবেচনায় রাখবেন।

আরো দেখুনঃ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উক্তি, বাণী, ছন্দ, সাহিত্য এবং কবিতা

বুদ্ধদেব গুহ উক্তি, বাণী, কবিতা, ছন্দ এবং উপন্যাস

শিক্ষামূলক উক্তি ও বাণী

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

আবেগি ফেসবুক স্ট্যাটাস

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top