Realme GT2 এর স্পেস এবং বিস্তারিত দেখে নিন

Realme GT2

সম্প্রটি রিয়েলমি একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে যার নাম হচ্ছে Realme GT2. মডেলটি মধ্যম রেঞ্জের মধ্যে সেরা সব ফিচার দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের আজকের পোস্টে এ ফোন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হলো।

Realme GT2 ফোনটি লঞ্চ করা হয়েছে ৮ জানুয়ারি ২০২২ এ। এটি নেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্য। অনেকেই ফোনটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তাই এর ফোনের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়ার চেস্টা করা হয়েছে। আশা করি আপনাদের প্রয়োজনীয় সব তথ্য এখানে পেয়ে যাবেন এবং ফোন সম্পর্কে কোন কনফিউশন থাকবে না।

৫ জি নেটওয়ার্ক সম্পন্ন এই ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা। ফোনটিতে রয়েছে এস এ/ এন এস এ পর্যন্ত ইন্টারনেট স্পীড সুবিধা। এটি ডিজাইন করা হয়েছে অত্যন্ত স্লীম এবং কম ওয়েট দিয়ে। তাই আধুনিক যুগে এই ফোনটি যে কারো সহজেই পছন্দ হয়ে থাকবে।

Realme GT2 ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬২ ইঞ্চি এমোল্ড ক্যাপাসিটিভ টাচ স্ক্রীন ডিসপ্লে। যার রেজুলশন থাকবে ১০৮০ x  ২৪০০ পিক্সেল। প্রটেকশন হিসেবে ব্যাবহার করা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫। ফোনটিতে মাল্টি টাচ সাপোর্টেড ফিচার দেয়া রয়েছে। এর ফিঙ্গারপ্রিন্ট দেয়া হয়েছে ডিসপ্লে এর মধ্যেই।

Realme GT2 ফোনে দেয়া রয়েছে এনড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। চিপসেট এ ব্যাবহার করা হয়েছে কোয়ালকম এসএম৮৩৫০ স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি এবং অকটা কোর প্রসেসর। যা আপনার ফোনের স্পীড বাড়িয়ে দেবে কয়েকগুণ। এছাড় স্টোরেজ সেকশনে রয়েছে ৮ অথবা ১২ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। সব মিলিয়ে এর স্টোরেজ পেয়ে যাবেন অনেক বেশি এবং স্পীড নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন নেই।

রিয়েলমির এই ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৫০ মেগা পিক্সেল এর হাই রেজুলেশন ত্রিপল ক্যামেরা এবং সাথে এলইডি ফ্ল্যাশ লাইট। এছাড়া সামনে রয়েছে ১৬ মেগা পিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। উভয় পাশেই আপনি চাইলে ৪কে মানের ভিডিও ধারণ করতে পারবেন অনায়াসে।

উক্ত ফোনটি ডিজাইন করা হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর শক্তিশালী ব্যাটারি দ্বারা। এবং সাথে দেয়া থাকবে ৬৫ ওয়াট এর একটি ফাস্ট চার্জার। ফোনটি ৩৩ মিনিটে ১০০% চার্জ ফুল করতে সক্ষম হবে। Realme GT2 এখন পাওয়া যাচ্ছে ৪ টি আলাদা কালারে।

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top