বিকাশ একাউন্ট খোলার নিয়ম, লাইভ চ্যাট,বিকাশ লোন, অভিযোগ নম্বর এবং একাউন্ট বন্ধ করার নিয়ম

bkash account

বিকাশ একাউন্ট খোলার নিয়ম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে পোস্ট লিখতে যাচ্ছি। আশা করি সকলের কাজে লাগবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং আমাদের জীবন ব্যাবস্থার সাথে ওতপ্রতভাবে জড়িয়ে গেছে। দৈনিন্দ জীবনে এই মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। আর এই মোবাইল ব্যাংকিং এর মধ্য বিকাশ অন্যতম বহুল ব্যাবহ্রিত একটি নাম।

আজকের পোস্টে আমরা বিকাশ এর গুরুত্বপুর্ণ কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি। অনেকি রয়েছেন যারা এই বিকাশ একাউন্ট খুলতে আগ্রহী। কিন্তু দকানে গিয়ে বিকাশ একাউন্ট খোলার মত সময় বা সুযোগ নেই। তাই তাদের জন্য আমরা আমাদের পোস্টে যাবতীয় দিকনির্দেশনা প্রকাশ করবো যে কিভাবে ঘরে বসে থেকে সহজেই আপনি আপনার বিকাশ একাউন্ট খুলবেন। এছাড়া বিকাশে লাইভ চ্যট, বিকাশ থেকে লোন, অভিযোগ করার নাম্বার, একাউন্ট বন্ধ হলে করনীয় এবং আপনার বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম। এ সকল বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা আমাদের পোস্টে পেয়ে যাবেন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ একাউন্ট খোলার নিয়ম। যারা বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন তারা সহজ কিছু দিকনির্দেশনা ফলো করার মাধ্যমে সহজেই ঘরে বসে নিজের একাউন্ট খুলতে পারেন। আমাদের পোস্টে সেই সকল দিকনির্দেশনা উপস্থাপন করা হলোঃ

০১. শুরুতেই বিকাশ অ্যাপ ইনস্টল করে নিউ একাউন্ট রেজিস্ট্রেশন ক্লিক করুন।

০২. কাঙ্খিত মোবাইল নাম্বার দিন এবং অপারেটর সিলেক্ট করুন।

০৩. ভাষা সিলেক্ট করে টার্মস এন্ড কন্ডিশন এ এগ্রি তে ক্লিক করুন।

০৪. এরপর আপনার এনআডি কার্ডের প্রথমে সামনের অংশ এবং পরে পিছনের অংশ স্ক্যান করে আপলোড করুন।

০৫. সেলফি তোলার মতো আপনার ফট স্ক্যান করুন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।

০৬. এবার মোবাইল ফোন থেকে *247# ডায়াল করে অ্যাকটিভ মেনু পিন এর জন্য 1  লিখে রিপ্লাই দিন।

০৭. এবার আপনার বিকাশ একাউন্ট এর জন্য ৫ ডিজিটের পিন নাম্বার সেট করুন এবং কনফার্মের জন্য আবারও একই পিন নাম্বার দিয়ে সাবমিট করুন।

০৮. এবার আপনার বিকাশ একাউন্ট সম্পন্ন হয়ে যাবে এবং আপনি বিকাশ অ্যাপে লগিন করুন।

বিকাশ লাইভ চ্যাট

বিকাশ লাইভ চ্যাট। বিকাশের নতুন একটি ফিচার হচ্ছে এই লাইভ চ্যাট। বিকাশ ব্যাবহার করতে গিয়ে অনেক সময়ই বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয় অনেকেরি। এইসব বিভিন্ন সমস্যার সমাধান খুজতে আমরা হেল্প ডেস্ক বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে থাকি। সম্প্রতি এরকমি একটি নতুন পদ্ধতি হচ্ছে এই লাইভ চ্যাট।

বিকাশ লাইভ চ্যাট

আপনি চাইলে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে বিকাশের হেল্প সার্ভিসে সরাসরি চ্যাট করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। অনলাইনে এই চ্যাট করতে পারেন বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে। আমাদের দেয়া লিংকে ক্লিক করে সরাসরি লাইভ চ্যাটে অংশগ্রহণ করতে পারেন আপনি।

বিকাশ থেকে লোন পাওয়ার নিয়ম

বিকাশ থেকে লোন পাওয়ার নিয়ম। আপনি এখন সহজেই বিকাশ থেকে লোন নিতে পারেন। বিকাশ তার গ্রাহকদের জন্য এই নতুন সুবিধাটি এড করেছে। আপনি চাইলেই বিকাশ থেকে ৯শতাংশ সুধ এ সর্বোচ্চ ১০ হাজার টাকা পেতে পারেন। এই লোন নিতে হলে আপনাকে বিকাশ অ্যাপ এর মাধ্যমে আবেদন করতে হবে। টাকাটি সিটি ব্যাংকের মাধ্যমে দেয়া হবে। লোন নেওয়ার পরবর্তী ৩ মাসে ৩ কিস্তিতে আপনার টাকা সমান হারে বিকাশ একাউন্ট থেকে পরিশধিত হয়ে যাবে। এছাড়া বিস্তারিত জানতে বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে লক্ষ করুন।

বিকাশ অভিযোগ নম্বর

বিকাশ অভিযোগ নম্বর। বিকাশ ব্যাবহার করতে গিয়ে অনেক সময়ই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এসব সমস্যার সমাধানের জন্য আমরা হেল্প ডেস্কে কল দিয়ে থাকি। এছাড়া আরো সার্চ করে থাকি যেমন বিকাশ কাস্টমার কেয়ার, বিকাশ হেল্প লাইন ইত্যাদি। তাই আমাদের পোস্টের এই অংশে আমরা বিকাশে অভিযোগ নাম্বার উপস্থাপন করছি।

কল করুনঃ ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১
ইমেইলঃ support@bkash.com

বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়

বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়। পিন ভূলের কারণে বা অনেকদিন ধরে বিকাশ একাউন্ট ব্যাবহার না করার কারণে যদি আপনার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে কিছু দিকনির্দেশনা ফলো করতে হবে। যার বিকাশ একাউন্ট তাকে বিকাশ হেল্প ডেস্কে কল করতে হবে এবং যাবতীয় তথ্য দিয়ে কাস্টমার কেয়ার অফিসারকে জানাতে হবে বিষয়টা। এভাবে ঠিক করা যেতে পারে।  অথবা সরাসরি বিকাশের এজেন্ট কিংবা কর্তৃপক্ষের সাথে দেখে করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নিজের এনআইডি সাথে নিয়ে যেতে হবে। এভাবে আপনি আপনার বন্ধ বিকাশ একাউন্ট ফিতে পেতে পারেনে।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম। আপনি যদি সহজে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে চান তাহলে আপনাকে নিকটস্থ বিকাশ অফিসে যেতে হবে। সেখানে কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করার মাধ্যমে আপনি বিকাশ একাউন্ট ডিলেট করতে পারেন। যে কাজ গুলো করতে হবে সেটি হলোঃ
১. অবশ্যই এনআইডি সাথে নিয়ে বিকাশ অফিসে যেতে হবে।
২. আপনার বিকাশ ব্যালেন্স ০ (জিরো) করে নিতে হবে।
এই কাজ গুলো করে আপনি সহজেই আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে পারেন।

শেষ কথাঃ আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য আমাদের পোস্টে পেয়ে গেছেন। ভালো লাগলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না। এছাড়া আরো কোন তথ্য জানার থাকলে আমাদেরকএ জানাতে ভূলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরো পড়তে চোখ রাখুনঃ

ট্যাপ একাউন্ট খোলার নিয়ম, অফারসমূহ, চার্জ, ডায়াল কোড, অভিযোগ নাম্বার এবং একাউন্ট বন্ধ করার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার পদ্ধতি, অফারসমূহ, কাস্টমার কেয়ার নাম্বার এবং একাউন্ট বন্ধ করার পদ্ধতি

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top