ব্যাক্তিগত কারণ কিংবা ইনজুরি নয়। চুক্তি অনুযায়ী বিসিএল শেষ না করেই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন সাকিব। ফাইনালে উঠলে সাকিবকে খেলার অনুরোধ করেছেন সেন্ট্রাল জোন। তবে খেলা না খেলা সম্পূর্ণ নির্ভর করছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের উপরেই।
ছুটি কাটিয়ে স্বাধীনতা কাপ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বিপিএল এর প্রস্তুতি নিতেই সেন্ট্রাল জোন এর হয়ে বিসিএল এর ওয়ানডে ফরমেট খেলার সিদ্ধান্ত তার। তবে টুর্নামেন্ট শেষ না করেই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন এই অলরাউন্ডার।
সেন্ট্রাল জোনের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন সাকিব। এই দুই ম্যাচেই জিতেছে তার দল। এক ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছেন ৩৫ আর অন্য মাচে ৩৩ রান। দুই ম্যাচে উইকেট নিয়েছেন মোট ৩ টি। ফাইনালে ১ পা দিয়ে রাখলেও সেন্ট্রাল জোনের সামনে আছে আরো ১ ম্যাচ।
কিন্তু সেই ম্যাচে খেলবেন না সাকিব। কারণটা জানালেন সেন্ট্রাল জোনের টিম ম্যানেজার।
“সাকিব আগে থেকেই বলেছিলেন যে উনি ২ টা ম্যাচ খেলবে। উনার অন্য ব্যাস্ততা রয়েছে। উনি অ্যামেরিকা থেকেই আগেই বলেছিলেন যে ২ টা ম্যাচ খেলবে শুধু।”
অবশ্য ফাইনালে উঠলে সাকিবকে দরকার মনে করছে মধ্যাঞ্চল। খেলার জন্য তাকে অনুরধ ও করে রেখেছে। তবে সাকিব কি কথা রাখবেন।
“আরেকটা ম্যাচ বাকি, যদি ফাইনালে উঠি তাহলে ২ টা ম্যাচ বাকি। সাকিব ভাইকে বলে রেখেছি যে, যদি ফাইনালে যাই তাহলে খেলার জন্য বলে রেখেছি। যাকিব ভাই বলছে দেখা যাক চেস্টা করবে।”
See More: বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ