জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

national football team

দুই ডোজ টিকা দেয়া না থাকায় জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল হয়েছে। তাই ২৪ জানুয়ারি তে অনুষ্ঠেয় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না জামাল ভূইয়াদের। বাফুফের নজর এখন মার্চের ফিফা উইন্ডোতে।

গত বছর নভেম্বরে শ্রীলংকায় ৪ জাতিক ফুটবল টুর্নেমেন্টি ছিলো জাতীয় ফুটবল দলের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। হতাশায় বছর টা কেটেছে জামাল ভূইয়াদের। উন্নতি করতে আন্তর্জাতিক ম্যাচের বিকল্প নেই। কিন্তু প্রতি বছর ওটারই ঘাটতি থাকে।

জেমিদের কোচিং এ কিছুই করতে পারে নি জাতীয় দল। তাই কোচিং ডিপার্টমেন্ট নিয়ে পরিক্ষা নিরীক্ষা করেছে বাফুফে। জেমিকে সরিয়ে ট্রাই করা হয়েছে বসুন্ধরা কিংস এর কোচ অষ্কার এবং ঢাকা আবহনির কোচ মারিও কে দিয়েও। কিন্তু ফলাফল শূণ্য।

তাই ৮ জানুয়ারি পূর্ণ মেয়াদী কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। নয়া স্প্যানিশ কোচ হ্যাভিয়ার এর সামনে প্রথম এসাইনমেন্ট ছিলো ইন্দোনেশিয়া সফর। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিলো জাতীয় দলের। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ফুটবলারদের করোনা টিকা না দেয়া।

সামনে মার্চে আরেকটি ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়টাই এখন কাজে লাগাতে চায় বাফুফে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সব দেশই এখন সতর্ক। করোনা টিকার ডাবল ডোজ নেয়া যেখানে বাধ্যতামূলক সেখানে ফুটবলারদের টিকার সনদ আছে কিনা সেটারই খেয়াল নেই বাফুফের। উদাসীনতা ছেড়ে ফুটবলের উন্নয়নে আর কবে পেশাদার হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

See More: বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
%d bloggers like this: