ইতিহাদ এয়ারওয়েজ টিকিট চেক করার নিয়ম এবং লিংক। ইতিহাদ এয়ারওয়েজ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান পরিবহন সংস্থা। উক্ত পরিবহন মাধ্যমে প্রতিদিন হাজার হাজার বাঙালী যাতায়াত করে থাকে। বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের এইসমস্ত দেশের যাতায়াত সবসময় বেশিই থাকে। তাই এসব যাতায়াত সুবিধার্থে ইতিহাদ এয়ারওয়েজ নিয়ে থাকে নানান কর্মসূচি। আপনারা যারা ইতিহাদ এয়ারওয়েজ এ টিকেট কেটে যাত্রা করতে চাচ্ছেন বা ফিরতি টিকেট টি চেক করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পোস্টে রয়েছে বিস্তারিত বর্ণনা।
ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম
ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম। আপনারা যারা ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট কেটেছেন এবং সেটি চেক করতে চাচ্ছেন তারা এখন ঘরে বসেই আপনার টিকেট চেক করে নিতে পারেন। আমাদের পোস্টে এ বিষয়ে সকল তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে সবাইকে জানতে হবে যে ইতিহাদ এয়ারওয়েজ এর কেন্দ্রস্থল হচ্ছে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর। এর বহরে প্রায় ৬৭ টি বিমান রয়েছে বর্তমানে। ইতিহাদ এয়ারওয়েজ ২০০৩ সালে এর যাত্রা শুরু করে।
ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক করার পদ্ধতি– Etihad Airways Ticket Check
ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক করার পদ্ধতি। যারা ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট বুকিং দিয়েছেন তাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর টিকেট চেক করা। অনেকেরই এ নিয়ে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তাই সেইসব ঝামেলার দিন শেষ করে এখন আপনি চাইলেই আপনার ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট ঘরেই বসেই নিজের ফোন দিয়ে চেক করে নিতে পারেন। অনলাইনে এই সেবা পেতে আমাদের পোস্টে দেয়া দিকনির্দেশনা ফলো করুন।
ইতিহাদ এয়ারওয়েজ টিকেট স্ট্যাটাস চেক লিংক
ইতিহাদ এয়ারওয়েজ টিকেট স্ট্যাটাস চেক লিংক। পোস্টের এই অংশে আপনাদের জন্য রয়েছে ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট স্ট্যাটাস চেক করার লিংক এবং দিকনির্দেশনা। আপনি চাইলেই ইতিহাদ এয়ারওয়েজ এর ফিরতি টিকেট চেক করে নিতে পারেন এখান থেকেই। তাই দেরি না করে টিকেট চেক করতে নিম্নে দেয়া দিকনির্দেশনা ফলো করুন।
Ticket Check
উপরোক্ত লিংকে প্রবেশ করার পর,
- মেন্যু বার থেকে Manage অপশন সিলেক্ট করুন।
- সেখান থেকে View or Change booking অপশন সিলেক্ট করুন।
- এবার প্রথমেই আপনার Booking reference or Ticket number চাওয়া হবে, সেখানে আপনার টিকেটে অথবা ই-মেইলে থাকা ১৩ ডিজিটের PNR/ Ticket number সঠিকভাবে বসান।
- এবার আপনার নামের শেষ অংশ নির্ভূলভাবে পূরণ করুন।
- সবশেষে View / print itinerary অপশনটি সিলেক্ট করুন।
- সব তথ্য সঠিক থাকলে Find My Booking বাটনে ক্লিক করুন।
- এভাবে আপনার টিকেট এর সার্বিক অবস্থা জানতে পারবেন। আপনি চাইলে সেটি প্রিন্ট করে নিতে পারেন।
অনলাইনে ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম
অনলাইনে ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম। ইতিহাদ এয়ারওয়েজ এর সকল যাত্রী এখন যে কোন যায়গা থেকে নিজের স্মার্টফোনের মাধ্যমে টিকেট চেক করতে পারবে। আমাদের পোস্টে ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট অনলাইনে চেক করার সকল দিকনির্দেশনা দেয়া হয়েছে। এখান থেকে সরাসরি লিংকে প্রবেশ করে দিকনির্দেশনা মোতাবেক কাজ করলেই টিকেট এর স্ট্যাটাস দেখে নিতে পারবে। তাই দেরি না করে এখনি আপনার টিকেটে র স্ট্যাটাস দেখে নিন।
শেষ কথাঃ
ইতিহাদ এয়ারওয়েজ এর টিকেট চেক সম্পর্কে আশা করি আপনাদের আর কোন প্রশ্ন নেই। তবে আপনারা যারা অন্যান্য এয়ারলাইন্স এ যাতায়াত করে থাকেন তাদের জন্য বলবো যে আমাদের সাইটে সকল এয়ারলাইন্স এর টিকেট চেক করার দিকনির্দেশনা পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেস্টা করবো আপনার কাঙ্খিত এয়ারলাইন্স সম্পর্কে বিস্তারিত দেয়ার জন্য।
এছাড়া দেখুনঃ
- টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম এবং লিংক
- বিমানের টিকেট চেক করার নিয়ম এবং লিঙ্ক
- চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর টিকেট চেক করার নতুন নিয়ম
- এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম এবং লিঙ্ক
- ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম এবং লিঙ্ক
- সৌদি এয়ারলাইন্সের টিকেট দাম কত?