টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম এবং লিংক

Turkish Airlines Ticket Check

টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম এবং লিংক। আজকে আমরা টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার সকল পদ্ধতি নিয়ে আলোচনা করবো। টার্কিশ এয়ারলাইন্স ১৯৩৩ সালের ২০ মে প্রতিষ্ঠিত হয়। এর প্রাণকেন্দ্র হচ্ছে ইস্তানবুল আতাতুর্ক বিমানবন্দর। বাংলাদেশি অনেকেই আছেন যারা এই বিমানে যাতায়াত করে থাকেন। বর্তমানে এই পরিবহন ব্যাবস্থার অভাবনীয় উন্নতি হয়েই চলেছে। আর সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে এর সেবার পরিধি। আপনি চাইলে এখন আপনার টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট ঘরে বসেই চেক করতে পারেন।

টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম

টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম। আপনার টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করতে হলে আমাদের পোস্টটি ভালোভাবে পড়ুন। আমাদের পোস্টেই সকল বিস্তারিত দেয়া হয়েছে। আপনারা যারা যাতায়াত টিকেট কেটে থাকেন তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো রিটার্ন টিকেট চেক করা। এই সেবার মাধ্যমে আপনি আপনার রিটার্ন টিকেট সহজেই চেক করে নিতে পারেন।

টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার পদ্ধতি– Turkish Airlines Ticket Check

টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার পদ্ধতি। আপনি চাইলে মোবাইল অ্যাপ অথবা অনলাইনে টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করতে পারেন। টার্কিশ এয়ারলাইন্স এর মোবাইল অ্যাপ যদি থেকে থাকে তাহলে সেই অ্যাপের মাধ্যমে খুভই সহজে দেখে নিতে পারেন আপনার টিকেটের স্ট্যাটাস। আর অনলেইনে দেখতে আমাদের পোস্টটি লক্ষ করুন ভালভাবে।

টার্কিশ এয়ারলাইন্স টিকেট স্ট্যাটাস চেক লিংক

টার্কিশ এয়ারলাইন্স টিকেট স্ট্যাটাস চেক লিংক। আপনি যদি টার্কিশ এয়ারলাইন্স এ টিকেট ক্রয় করে থাকেন তাহলে ঘরে বসেই এই টিকেট চেক করতে বা কনফার্ম করতে পারবেন। যাত্রা বিঘ্নিত করার চেয়ে যাত্রার উদ্দ্যেশ্যে বের হওয়ার পূর্বেই নিজের টিকেট টি কনফার্ম করে নিন। এছাড়া রিটার্ন টিকেট কেটে থাকলে সেটিও যাচাই করে নিতে পারেন এখান থেকেই।

Turkish Airlines Ticket Check

উপরোক্ত লিংকে প্রবেশ করার পর,

  • প্রথমে Ticket number অথবা Reservation Code দিন।
  • এবার Passenger Surname অথবা নামের শেষ অংশ দিন।
  • সব তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করুন।
  • ক্রয়কৃত টিকেটের সকল বিস্তারিত আপনি এখান থেকেই দেখতে পারবেন এবং।
  • প্রয়োজন পড়লে সেটি প্রিন্ট করে নিতে পারেন।

বর্তমানে ঢাকা থেকে ইস্তানবুল বিমান ভাড়া ৩৮,০০০-৫২,০০০ টাকা।

অনলাইনে টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম

অনলাইনে টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার নিয়ম। অনলাইনে টার্কিশ এয়ারলাইন্স এর টিকেট চেক করতে হলে উপরোক্ত নির্দেশনা মেনে কাজ করুন। এছাড়া বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জটিল কাজ সমাধান করা হয়ে থাকে। টার্কিশ এয়ারলাইন্স এর বাংলাদেশের অফিসে যোগাযোগ করতে ডায়াল করতে পারেন 09614-111555 এই নাম্বারে।

শেষ কথাঃ 
আশা করি আমাদের দেয়া তথ্য আপনাদের কাজে লেগেছে। পরবর্তিতে এই তথ্য পাওয়ার জন্য আমাদের পেইজটি বুকমার্ক করে রাখুন। এছাড়া এ বিষয়ে কোন অফিশিয়াল আপডেট আসলে সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

এছাড়া দেখুনঃ

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top