মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী এবং স্লোগান

member candidate status

মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী এবং স্লোগান। আমাদের আজকের পোস্ট শুধুমাত্র আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে। ইতিমধ্যই অনেকেই রয়েছেন যারা মেম্বার হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যেই বিভিন্ন ভাবে আপনারা নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশে বর্তমানে সোশাল মাধ্যমে বা ফেসবুক হচ্ছে একটি জনপ্রিইয় যোগাযোগ মাধ্যম। তাই এই সাইটে আপনার নিজস্ব প্রফাইলে বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করেই নিজের অবস্থান জানিয়ে দিতে পারবেন। তাই সেইসব মানুষের জন্য আমাদের পোস্টে দেয়া হয়েছে বিশেষ কিছু নির্বাচনী মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস। আশা করি এখানে যে থে মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস আপনাদের পছন্দ হবে।

মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস

মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস। মেম্বার পদপ্রার্থীদের জন্য পোস্টে এই অংশে রয়েছে ভালো কিছু স্ট্যাটাস। আমরা চেস্টা করেছি বাছাইকৃত সেড়া সব স্ট্যাটাস দিয়ে আমাদের পোস্টে সাজাতে। তাই ভালো একটি স্ট্যাটাস পেতে হলে আমাদের পোস্টটি লক্ষ করুন। আশা করি পছন্দের স্ট্যাটাসটি এখানেই পেয়ে যাবেন।

রাজনৈতিক প্রতিষ্ঠানের ৪টি জিনিসের প্রয়োজন,
তা হচ্ছে: নেতৃত্ব, আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন

যদি তোমার কাজ
অন্যদের স্বপ্ন দেখতে,শিখতে এবং বড় কিছু হতে উ‌ৎসাহিত করে
তবে তুমি দারুন একজন নেতা

মেম্বার পদপ্রার্থী উক্তি

মেম্বার পদপ্রার্থী উক্তি। মেম্বার পদপ্রার্থী দের উদ্দ্যেশ্য করে ভালো কিছু উক্তি এখানে দেয়া হলো। আপনারা যারা এবারের নির্বাচনে মেম্বার হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের পোস্ট। ভালো কিছু উক্তিসমূহ এখানে দেয়া হয়েছে। যে কারই ভালো লাগবে আশা করি।

রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই

যদি কেউ সবকিছু নিজে করতে চায়,
এবং সব কৃতিত্ব নিজে চায়
সে কখনো বড় নেতা হতে পারবে না

রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য,
তা হলো দেশের এবং তার জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য ।

এছাড়া দেখুনঃ: চেয়ারম্যান পদপ্রার্থী স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী, স্লোগান এবং দায়িত্ব ও কর্তব্য

মেম্বার পদপ্রার্থী ছন্দ

মেম্বার পদপ্রার্থী ছন্দ। আপনারা যারা ছন্দ পছন্দ করেন তারা এখান থেকে ভালো কিছুই ছন্দ পেয়ে যেতা পারেন। আমাদের আজকের পোস্টে বাছাইকৃত কিছু ছন্দ উপস্থাপন করা হয়েছে। যে কেউ চাইলেই এখান থেকে ছন্দ নিয়ে নিতে পারেন। এসব ছন্দ আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন সহজেই।

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

একজন সত্যিকার নেতা তার কথায় বিনীত,
কিন্তু কাজে আক্রমণাত্মক

সকল রাজনীতির উদ্দ্যেশ্য হওয়া উচিত জনকল্যাণ

মেম্বার পদপ্রার্থী বাণী

মেম্বার পদপ্রার্থী বাণী। মেম্বার পদপ্রার্থী যারা রয়েছেন এবং জ্ঞ্যানীদের ভাণী পছন্দ করেন। তারা এখানে যে কোন একটি বাণী নিয়ে নিতে পারেন। এসব বাণী নিজের ফেসবুকে শেয়ার করে ভালো কিছু সুনাম পেয়ে যেতে পারেন। কারণ সবগুলো কথা অনেক গুরুত্বপূর্ণ।

শ্রেষ্ঠ নেতা সে-ই, যার অধীনে কোনওকিছু অর্জিত হলে
তার সাথে জড়িত প্রতিটি মানুষই ভাবে যে তারা সবাই মিলে কাজটি করেছে

মানুষ সাহসীদের নেতা বানায়
তুমি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বল
তাদের জন্য ত্যাগ স্বীকার করো,
তারা নিজেরাই তোমাকে তাদের নেতা বানাবে

শাস্তির চেয়ে ক্ষমা মহৎ

মেম্বার পদপ্রার্থী স্লোগান

মেম্বার পদপ্রার্থী স্লোগান। আপনারা যারা মেম্বার পদপ্রার্থীর জন্য স্লোগান দিতে চাচ্ছেন বা অনলাইনে এ বিষয়ে খোজাখুজি করতেছেন তারা এখান থেকে ভালো কিছু মেম্বার পদপ্রার্থী স্লোগান পেয়ে যেতে পারেন। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে।

ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষদের কষ্ট দেওয়া তো
আমার আদর্শের পরিপন্থী ।

যোগ্য ও শক্তিমান নেতা সবাইকে এক এক আদর্শে নিয়ে আসে

 

শেষ কথাঃ 
সকল মেম্বার পদপ্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো থাকবেন। দলমত নির্বিশেষে একটি সোনার দেশ গড়ার প্রত্যয় নিয়ে দিন শুরু হোক সবার
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরো দেখুনঃ

চেয়ারম্যান পদপ্রার্থী স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী, স্লোগান এবং দায়িত্ব ও কর্তব্য

রাজনৈতিক স্ট্যাটাস, উক্তি, ছন্দ, বাণী এবং স্লোগান

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

সেরা উক্তি 

শিক্ষামূলক উক্তি ও বাণী

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top