টাকার পাহাড়ে লিওনেল মেসি। কত টাকা আয় করে লিওনেল মেসি এবং কত টাকার মালিক এই সুপারস্টার! এক মিনিটে মেসি কত টাকা আয় করে জানেন? চমকে যাবেন শুনলে টাকা খরচ করেন তিনি ব্যালনডিও রে দুজনের রাজত্ব অদল বদল হয়েছে লীগশিরোপাকী চ্যামপিয়ন লীগ ট্রফির মতো দলগত অর্জনও, কিন্তু একটি জায়গায় লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর পিছন পিছনে হেটেছেন সবচেয়ে বেশি টাকা আয় করা হিসেবে কখনো সামনে আসা হয়নি তার। এবং কি রোনালদোর চেয়ে বেশি বেতন পেয়েও পিছিয়ে ছিলেন।-Messi Koto Takar Malik?
অবশেষে এই জায়গা থেকে টপকে গেলেন মেসি। ফ্রান্স ফুটবল সাময়িকের মতে মেসি এখন সবচেয়ে বেশি আয় করা ফুটবলার। শুধুমাত্র বেতনী ফুটবলারদের আয়ের উৎস নয় বড় একটি অংশ আসে বিভিন্ন পণ্যের ধুতিয়ালি করে এই মৌসুমে বেতন বোনাস ও বিজ্ঞাপন বাবদে মেসির আয় হয়েছে ১২ কোটি ৬০ লক্ষ ইউরো রোনালদো আয় করেছে ৯ কোটি ৪০ লক্ষ ইউরো। গতবার রোনালদো এগিয়েছিলেন তখন তার আয় ছিলো ৮ কোটি ৭৫ লাখ ইউরো মেসির আয় ছিলো ৭ কোটি ৬৫ লাখ।
মেসি কত টাকার মালিক
এক হিসেবে মেসি প্রতি মিনিটে আয় করেছেন ২৫ হাজার ইউরো বাংলাদেশী মুদ্রায় যেটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা। এই মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ স্প্যানিশ কাপ সুপার কাপ ও দলীয় জাতীয় হয়ে মেসি যত মিনিট খেলেছেন তা কয়েকটা জেট বিমান কিনার সামর্থ রাখে। মেসি বেতন থেকে যে টাকা আয় করে তার থেকে বেশি আয় করে অ্যাডিডাস পেপ্সিকো চেরি ইয়ার ইউরোপার মতো বিশ্বখ্যাত ৭থেকে ৮টি ব্র্যান্ড থেকে তার নিট সম্পদের মূল্য ১৮০ মিলিয়ন ইউরো গত বছর মেসি আয় করেছেন ৪১ মিলিয়ন ডলার।
পেশা | ফুটবলার |
মোট সম্পদ | ৬২০ মিলিয়ন ডলার বা ৬,৪০০ কোটি টাকা |
মাসিক বেতন | ১০ মিলিয়ন ডলার বা ১০০ কোটি টাকা |
বাৎসরিক আয় | ১২০ মিলিয়ন ডলার ১,২৪০ কোটি টাকা |
বয়স | ৩৫ বছর |
জন্মস্থান | আর্জেন্টিনা |
নিজে এত টাকা আয় করে তাহলে এগুলো খরচ করে কোথায় একটি প্রশ্ন থেকে যায় মেসি একটি নিবৃত চারি ছুটি পেলে পরিবারের সাথে কাটাতে বেশি পছন্দ করেন তাই নয়া বিরাম সব জায়গায় ঘুরে বেড়ান তিনি এসব ভ্রমণের জোকার যন্ত্রে মেসির খরচ পড়ে যায় বেশি। ২ পুত্র এবং স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন মেসি। তবে সকাল রাতের দিক থেকে মেসির কোন ঘাটতি নেই
লিওনেল মেসির গাড়ির কালেকশন
মেসির সবচেয়ে বড় শখ গাড়িতে রোনালদোর চেয়ে গোটা কয়েক কম হলেই মেসির কিন্তু ৪ চাকার বাহন কিন্তু কম নয় ১৪টি সব মিলিয়ে গাড়ির পেছনের ৮০ লাখ ডলার খরচ করেছেন মেসি। তার সংগ্রহে আছে ২ লাখ ৪০ হাজার ডলারের মাজরাতি এমসি স্ট্রাটল এছাড়াও ফেরারী এফ ৪৩০ স্পাইডার এবং ওরডি আর ৮ স্পাইডার এর মত গাড়ি সংগ্রহ আছে তার। ছুটি কাটাতে ভূমধ্যসাগরে ইবিজাবেদকেই বার বার বেছে নিয়েছেন মেসি ।
এখানে সময় কাটানোর সময় ৮৫ ফিট্ একটি ইয়োট ভাড়া করেছিলেন গতবার। এর জন্য প্রতিদিন ৭ হাজার ৮০০ ইউরো খরচ হয়েছিল তার। অর্থাৎ বাংলাদেশের টাকায় ৭লাখ২৮ হাজার টাকা প্রতিদিন খরচ করেছেন মেসি। স্পেন ও আর্জেন্টিনা ২ দেশেই বাড়ি করেছেন মেসি ভূয়েনেস এইরেসে ২০ লাখ ডলারের এই বাড়িটি কিনেছেন ২০০৯ সালে।
আর বার্সেলোনা একটি বাড়ি বানাতে মেসির খরচ হয়েছিলো ৭০ লাখ ডলার বা ৫৬ কোটি টাকা বাড়িটির আকৃতি ফুটবল খেলার মাঠ এর মতো। মেসির আয়ের একটি বড় অংশ জনসার্থে ব্যায় করে থাকেন। তার গড়া মেসি ফাউন্ডেশন এর মাধ্যমে ভূয়েনেস এইরেসে অবাঞ্চিত শিশুদের স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করেন মেসি।
আরো দেখুনঃ