নেইমার দা সিলভা সন্তোষ জুনিয়র ডাকনাম নেইমার জন্ম ৫ই ফেব্রুয়ারি ১৯৯২ জন্মস্থান মগি দাস ক্রুজেস, ব্রাজিল উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি ধর্ম খ্রিস্টান পেশা ফুটবলার নেইমার মোট গাড়ি আছে ৭টি যার মূল্য প্রায় ২ মিলিয়ন ডলার এবং তার আরো আছে ২টি পার্সোনাল জেড রয়েছে যার মূল্য প্রায় ৯ মিলিয়ন ডলার তার ১টি পার্সোনাল হেলিকপ্টার রয়েছে যার মূল্য প্রায় ৪ মিলিয়ন ডলার।-Neymar Koto Takar Malik
সম্পদের কথা বলতে গেলে ২০১৮ সালে বিশ্বের ৩তম ধনী ফুটবলার ছিলেন। ফ্রেঞ্চ এর সাথে ২০১৮ সালের চুক্তিতে নেইমারের বাৎসরিক আয় ৩৭ মিলিয়ন ইউরো। বেতন ছাড়াও পণ্যের বিজ্ঞাপন ও প্রমোশন করে বাৎসরিক আয় করেন প্রায় ২০ মিলিয়ন ইউরো।
নেইমারের অনেকগুলো বাড়ি রয়েছে তার মধ্যে একটি বাড়ি তার মধ্যে একটি বাড়ি রয়েছে বার্সেলোনা এর ফ্রাসে এই একটি বাড়ি করতে তার মোট খরচ হয় ২০০ কোটিরও বেশি। নেইমার মাসে প্রায় ১কোটি ইউএস ডলার এর বেশি ইনকাম করে থাকে। এবং তার বর্তমানে টাকার পরিমাণ ৪০০ মিলিয়ন ইউএস ডলার।
পেশা | ফুটবলার |
মোট সম্পদ | ২০০ মিলিয়ন ডলার বা ২ হাজার কোটি টাকা |
মাসিক বেতন | ৪.৫ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি টাকা |
বাৎসরিক আয় | ৪৯ মিলিয়ন ডলার বা ৫০৯ কোটি টাকা |
বয়স | ৩০ বছর |
জন্মস্থান | সাও পাওলো, ব্রাজিল |
নেইমারের সমর্থক আমাদের দেশ তথা সারা বিশ্বেই রয়েছে অসংখ্যা গতনিত। আমরা যারা নেইমারকে ভালোবাসি তারা সকলেই নেইমার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। অনেকেই রয়েছেন যারা নেইমারের মোট সম্পদের পরিমাণ জানতে অধিক আগ্রহী। তাই তাদের জন্য আমাদের আজকের পোস্টে নেইমার কত টাকার মালিক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
আরো দেখুনঃ