রাসেল ডমিঙ্গোই থাকছেন জাতীয় দলের হেড কোচ

Russell Domingo

এইচপির কোচ হতে এসে জাতীয় দলের দায়িত্ব। সাবেক প্রোটিয়া ক্রিকেটার রাসেল ডমিঙ্গ নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টাইগার দাগআউটে বেড়েছে তার অস্বস্তি।

সাদা পোশাকে আফগান লজ্জার টানা ব্যার্থতা, সিনিয়রদের সঙ্গে দূরত্ব, বিশ্বকাপের ভরাডুবি। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিলো টাইগারদের সঙ্গে তার সম্পর্ক চ্ছেদের। তবে কোভিডকাল আর সামগ্রীক পরিস্থিতি বিবেচনায় এ দফায় হয়তো টিকেই যাচ্ছেন ডমিঙ্গ। বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান ইঙ্গিত দিলেন তেমনটাই।

“যেহেতু এখন সামনে আমাদের হাতে কোন কোচ নেই এবং হেড কোচকে আমরা কনট্রাক দিয়েছি এখন আপরা তাকে নিয়েই কনটিনিউ করছি। এখন দেখা যাক যদি কোন প্ল্যান থাকে উনি বলেছেন জানুয়ারি মাসে কোন একটা চেঞ্জ হতে পারে। যেহেতু এখানে ব্যাক টু ব্যাক খেলা রয়েছে। “

তবে ডমিঙ্গ থাকলেও শেষ হচ্ছে ওটিজ গিবসন অধ্যায়। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়নে রাজি নন এই ক্যারিবিয়ান। তার স্থলে খোজা হচ্ছে নতুন কাউকে।

“কনট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এই জানুয়ারি তেই শেষ। তো সে বলেছে যে আমাদের সাথে আর কনট্রাক্ট রিনিউ করবে না। নতুন এসাইনমেন্ট এ যাবে। ইতিমধ্যই মাথায় আছে, আমরা এটা চেস্টা করছি। দেখা যাক আমরা কোন পেস বোলিং কোচ পাই কিনা।”

বিপিএল চলাকালীন ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে দেশে আসার কথা হেড কোচ রাসেল ডমিঙ্গ ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এর।

See More: বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top