Google Pixel 6 ফোন এর দাম এবং বিস্তারিত দেখে নিন

Google Pixel 6

Google Pixel 6 ফোনটি বাংলাদেশে রিলিজ হয়েছে অক্টোবর ২০২১ এ। ইদানিং ফোনটি ইয়াং জেনারেশনের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফোনটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এটি এখন মার্কেটে এভেইলেবল রয়েছে। অনেকেই আছেন যারা ফোনটি নিয়ে অনলাইনে খোজাখুজি করে থাকেন। তাদের জন্য রইলো বিস্তারিত।

Google Pixel 6 ফোনটি মার্কেটে এসেছে ১৯ অক্টোবর ২০২১ এ। ৫ জি ফিচার সম্পন্ন এই ফোনটি নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। গুগল সম্পন্ন নতুন প্রযুক্তি তে ব্যাবহার করে তৈরি করেছে ফোনটি। ফোনটির সমস্ত বিস্তারিত তুলে ধরা হয়েছে আমাদের আজকের পোস্টে।

গুগল পিক্সেল সিক্স ফোনটির বাংলাদেশী মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬,৫০০ টাকা। এছাড়া স্টোরেজ এর ভিন্নতায় দাম কিছু কম বেশি রয়েছে। মধ্যম রেঞ্জের স্মার্টফোন যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য ফোনটি হবে চমতকার একটি এডিশন।

Google Pixel 6 ফোনটিতে রয়েছে ৫জি ইন্টারনেট সুবিধা। এর ওজন ২০৭ গ্রাম এর মতো। এলুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ফ্রন্ট দ্বারা ডিজাইন করা হয়েছে এই ফোনটি। এতে রয়েছে ৬.৪ইঞ্চির এমোল্ড ডিসপ্লে। এর সাথে গ্রহক চাইলেই প্রটেকটর হিসেবে ব্যাবহার করতে পারবেন কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লে এর স্ক্রীন রেজুলেশন পাওয়া যাবে ১০৮০ x  ২৩৪০ পিক্সেল।

গুগলের এই ফোনটিতে ব্যাবহার করা হয়েছে এনড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এর প্রসেসর হিসেবে দেয়া হয়েছে অকটা কোর এবং গুগল টেনসর চিপসেট। এছাড়া স্টোরেজ সেকশনে থাকছে ৮ জিবি র‍্যাম এর সাথে ১২৮ অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যা আপনাকে দেবে সুপার ফাস্ট পারফোর্মেন্স।

গুগল পিক্সেল ৬ ফোনটিতে দেয়া হয়েছে আকর্ষনীয় ক্যামেরা সুবিধা। এর প্রাইমারী সাইড এ ব্যাভার করা হয়েছে ৫০ এবং ১২ মেগা পিক্সেল এর ডুয়াল ক্যামেরা এবং সাথে থাকছে ডুয়াল ফ্ল্যাশ এবং পিক্সেল শিফট ফিচার। অন্যদিকে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগা পিক্সেল এর একটি ক্যামেরা।

গুগলের এই ফোনটিতে রয়েছে ৪৬১৪ মিলি এম্পিয়ার এর একটি শক্তিশালী ব্যাটারি যা ৩০ ওয়াট এর চার্জার দ্বারা চার্জ করতে সক্ষম। এছাড়া ফাস্ট ওয়্যারলেস চার্জিং করা যাবে ২১ ওয়াট এর চার্জার দ্বারা। এছাড়া ফোনটিতে রয়েছে অসাধারণ সব ফিচারসমূহ।

ফোনটি পাওয়া যাবে ৩ টি আলাদা কালার কম্বিনেশনে। এর সিকিউরিটি এর জন্য ফিঙ্গারপ্রিন্ট দেয়া হয়েছে ডিসপ্লে তে। এছাড়া স্মার্টফোনের সকল সেন্সরসমূহ তো রয়েছেই। এতে পাওয়া যাবে হাই স্পীডের ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। সকল ফিচার নিয়ে ফোনটির জনপ্রিয়তা এখন সবার উর্ধে।

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top