একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য

sentence about 21 february

একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য। সবাইকে অমর একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আমাদের আজকের উপস্থাপনায় তোমাদের জন্য রয়েছে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ কি বাক্য বা কথা। এ বিষয়টি নিয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকে। তাই আমরা চেস্টা করলাম তোমাদের জন্য কিছুটা সাহায্য করার জন্য। তোমরা চাইলেই এসব লাইন নিজের মতো করে সংশোধন করে নিতে পারো। হুবাহু এরকমি যে লিখতে হবে তা না, বরং এখানে কিছু যুক্ত কিংবা বাদ দিতে পারো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা যারা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবেন তাদের জন্যই মূলত আজকের পোস্টে দশ টি বাক্য তুলে ধরা হয়েছে আমরা চেস্টা করেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু লাইন তুলে ধরার। আশা করি এসব বাক্য এর মাধ্যমে একুশে ফেব্রুয়ারি এর মূল বিষয় টি উঠে আসবে। আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের চাহিদা মোতাবেক কাজ করার চেস্টা করবো। ভালো লাগলে পোস্ট টি বন্ধুদের সাথে শেয়ার করুন।

[ads2]

একুশে ফেব্রুয়ারি সম্পর্কে দশ টি বাক্য

  1. মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।
  2. মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে।
  3. আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের ভুলবো না।
  4. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি; ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি; আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।।
  5. শহীদদের প্রতি শ্রদ্ধাটা ফুল দিয়ে যেন শেষ না হয়ে যায়, শ্রদ্ধাটা মনের ভেতরে রাখা জরুরি। ইংরেজি যা বলতে হয় সেটা প্রয়োজনের খাতিরেই বলতে হয়। এরমানে এই না যে বেশি ইংরেজি বলাটা আমার জন্য ক্রেডিট।
  6. মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।
  7. শ্রদ্ধা জানাই বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল ভাষাসৈনিকের প্রতি।
  8. রফিক, সালাম, বরকত, আরও হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান। যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাঁদের প্রান।
  9. আজ সারাবিশ্বের সকল নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
  10. একুশ তুমি রক্তে রাঙানো ইতিহাস, স্বাধীনতার পটভুমি। তোমার জন্যে পেয়েছি আজ মুক্ত মাতৃভূমি।

দেখুনঃ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ রচনা

বঙ্গবন্ধুর জীবনী অনুচ্ছেদ রচনা | ছোটদের বঙ্গবন্ধুকে নিয়ে রচনা

একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা, এসএমএস, উক্তি, বাণী এবং কিছু কথা

একুশে ফেব্রুয়ারি কবিতা, স্ট্যাটাস, ছন্দ, ছবি এবং ক্যাপশন

একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য

ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা সৈনিকদের পরিচিতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, বাণী এবং এসএমএস

ভাষা আন্দোলনের শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি

5/5 - (1 vote)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top