বিপিএলে দল পেলেন নাসুম আহমেদ

এক বছর আগেও ম্যাচ পেতে মরিয়া নাসুম আহমেদ এবারের বিপিএল এ দল পেয়েছেন সরাসরি। ফাইনালি তিনি খেলবেন চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বিশ্বাসের প্রতিদানটা দিতে চান মাঠেই। পাশাপাশি সাব্বির নাইমদের অন্তর্ভুক্তি বিপিএলে ভালো করতে সাহায্য করবে তার দল কে, বলেছেন নাসুম আহমেদ।
আন্তর্জাতিক টি টোয়েন্টি টে মাত্র ১৮ ম্যাচে নিজের সুরিতে নিয়েছেন ২২ উইকেট। সাড়ে ছয় অভারেজ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন দুবার। ছোট ফরমেটের ক্রিকেটে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে চফল স্পিনার নাসুম আহমেদ।
এক বছর আগেও ম্যাচ পেতে মরিয়া নাসুম এবার বিপিএল ড্রাফট এর আগেই সরাসরি জায়গা পেয়েছেন চট্রগ্রামের ডেরায়।
“আমাকে ট্রাস্ট করছে যে এবং আমাকে আগেই সাইন করিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ আছি । আলহামদুলিল্লাহ আমার প্রতি যে বিশ্বাসে তারা সাইন করয়েছে, আমি ইনশা আল্লাহ তাদের সেই চাওয়া কে পূরণ করবো।”
তার দল চট্রগ্রমাএই ফিরেছেন দির্ঘদিন জাতীয় দলে না থাকা সাব্বির রহমান ও নাইম ইসলাম। এই দুইজনের জাতীয় দলে ফেরার ক্ষুদা বিপিএলে উপকৃত করবে চট্রগ্রামকে।
“নাঈম ভাই এবং সাব্বির ভাই দজনেই ভালো প্লেয়ার। নাঈম ভাই এর অনেকগুলো ভালো ভালো ইনিংস আমরা ন্যাশনাল টিমেও দেখেছি। সাব্বির ভাই কে তো আমরা সবাই চিনিই। আমাদের টিমে সবারই রয়েছে ভালো কিছু করার প্রত্যয়। কারণ সবারই টারগেট রয়েছে ভালো একটি জায়গায় যাওয়ার।”
শুধ ছোট ফরমেটেই নয়। ঘরোয়া ক্রিকেটে ৪ দিনের ম্যাচেও আলোড়ন ছড়াচ্ছেন এই স্পিনার। সবশেষ ৮ ইনিংসে নিয়েছেন ২৮ ইউকেট। বিপিএলেও ধরে রাখতে চান উইকেট নেয়ার ধারাবাহিকতা। পাওয়ার প্লে তে হতে চান দলের মূল ভরসা।