মাঠে বসে বিপিএল দেখা হচ্ছে না দর্শকদের !

bpl news

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর তান্ডবে কাপছে পুরো বিশ্ব। তবে বাংলাদেশে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে নানা সুপারিশ পরামর্শক কমিটি। এমন পরিস্থিতিতেই দুই এক সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে বিপিএল।

করোনা কালের ফ্রাঞ্চাইজি লীগের প্রথম আসর। দর্ষক সমর্থকদেরও উত্তেজনা তুঙ্গে। পুর্বে ঘোষনা অনুযায়ী মাঠে দর্ষক প্রবেশের সু্যোগ রেহেছিলো বিসিবি। এখনো নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। তবে সরকারের নির্দেশনায় সেখানেও আসতে পারে পরিবর্তন।

“সরকারের স্বাস্থ অধিদপ্তরের সাথে যে আলাপ আলোচনা হয়েছিলো সেখানে আমরা ৫০ ভাগ এলাউ করার একটা স্কোপ রেখেছিলাম।

তারকার মেলা বসেছে ঢাকা ফ্রাঞ্চাইজি তে। তবে এখনো তারা পায়নি কোন স্পন্সর। যদিও আসর শুরু আগেই মাশরাফির দলের নতুন মালিকানা খুজে পেতে আলোচনা করছে বসিবি।

“প্রায় দুই তিনজনের সাথে আলাপ আলোচনা হয়েছে তারা জয়েন্টলি স্পন্সার করতে চাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই কনফার্ম হয়ে যাবে।

বৈশ্বিক মহামারির জন্য বাধাগ্রস্থ হচ্ছে খেলাধুলাও। সম্প্রতি ক্রিকেটের বেশ কিছু ইভেন্ট চলাকালীন করোনা আক্রান্ত হন ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা। বিপিএল এ এমন পরস্থিতি সামনে আসলে করনীয় ভেবে রেখেছে বিসিবিও।

See More: বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
%d bloggers like this: