সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুভই অল্প খরচে যে কোন অপারেটরে কল এবং মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করবেন। অ্যাপটির নাম হচ্ছে Brilliant Connect অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা যেকোনো লোকাল নাম্বারে কথা বলতে পারবেন ৩০ পয়সা প্রতি মিনিট কলরেটে। এছাড়া অ্যাপটি অন্যান্য মেসেজিং অ্যাপ থেকে ৬ গুণ ইন্টারনেট সাশ্রয়ী বলে দাবি ডেভলপারদের। অতএব এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলেই নিজের নাম্বার গোপন রেখে কারো সাথে কম খরচে যোগাযোগ করতে পারবেন।
ব্রিলিয়ান্ট একাউন্ট খোলার নিয়ম
ব্রিলিয়ান্ট একাউন্ট খোলার নিয়ম। আপনি চাইলেই যে কোন অপারেটরে ব্রিলিয়ান্ট একাউন্ট খুলতে পারেন। তো ব্রিলিয়ান্ট একাউন্ট খুলতে আপনাকে কিছু সুনির্দিষ্ট কাজ করতে হবে। নিচে একাউন্ট খোলার জন্য যাবতীয় বিস্তারিত উল্লেখ করতে হবে।
- প্রথমে প্লে স্টোর থেকে Brilliant Connect অ্যাপ ইনস্টল করে নিন।
- অ্যাপ ওপেন করে Country সিলেক্ট করুন।
- এবার আপনি যে নাম্বারের মাধ্যমে একাউন্ট খুলবেন সেটি বসিয়ে কনটিনিউ করুন।
- প্রদত্ত মোবাইল নাম্বারে একটি কোড নাম্বার যাবে, সেটি বসিয়ে সাবমিট করুন।
- এভাবেই আপনার ব্রিলিয়ান্ট একাউন্ট প্রাথমিকভাবে সম্পন্ন হয়ে যাবে। একাউন্ট ভেরিফিকেশন এর জন্য পোস্টের নিচের অংশ ফলো করুন।
দেখুনঃ ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
ব্রিলিয়ান্ট একাউন্ট ভেরিফিকেশন করার নিয়ম
ব্রিলিয়ান্ট একাউন্ট ভেরিফিকেশন করার নিয়ম। আপনি যদি আপনার ব্রিলিয়ান্ট অ্যাপ ভেরিফিকেশন করতে চান সহজেই তাহলে আমাদের পোস্টে দেয়া দিকনির্দেশনা ফলো করুন। আমাদের পোস্টে এ সম্পর্কে যাবতীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। আশা করি আপনার প্রয়োজনীয় সব তথ্য এখানেই পেয়ে যাবেন।
- ব্রিলিয়ান্ট একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথমেই অ্যাপ এ প্রবেশ করুন।
- সেটিং অপশনে গিয়ে প্রফাইলে ক্লিক করুন।
- এবার আপনি চাইলে ২ ভাবে আপনার একাউন্ট ভেরিফাই করতে পারেন।
- আপনি চাইলে ফেসবুক অথবা ভোটার আইডি কার্ডের মাধ্যমে একাউন্ট ভেরিফাই করতে পারেন।
- প্রথমে থাকা অপশনে ফেসবুক ইনফো দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারেন।
- এরপর Add Documents এ ক্লিক করে আপনার যাবতীয় সকল তথ্য দিয়ে খালি ঘর পূরণ করুন এবং ভোটার আইডি কার্ডের উভয় পাশের ছবি আপলোড অথবা স্ক্যান করুন। তথ্যসমূহ দিয়ে সাবমিট এ ক্লিক করুন।
- এসব তথ্য সাবমিট করার পর আপনি কনফার্মেশন হিসেবে একটি পেজ দেখতে পারবেন। এভাবেই একাউন্ট ভেরিফাই সম্পন্ন করতে পারবেন।
পড়ুনঃ বিমানের টিকেট চেক করার নিয়ম এবং লিঙ্ক
ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম
ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম। অনেক সময় দেখা যায় যে ব্রিলিয়্যান্ট অ্যাপ ব্যাবহার করতে গিয়ে রিচার্জ করা একটু ঝামেলা হয়ে যায়। অনেকেই এই কাজ টা করতে পারেন না। সাধারণত আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে অন্য কারো ব্রিলিয়ান্ট অ্যাপ এ কথা বলতে চান অথবা এসএমএস করতে চান তাহলে সেটি সম্পূর্ণ ফ্রী তেই করতে পারবেন। কিন্তু যখনি আপনি কারো নাম্বারে সরাসরি ডায়াল করতে চাইবেন সেক্ষেত্রে আপনার ব্রিলিয়্যান্ট একাউন্টে যথেস্ট ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। আপনি চাইলে বেশ কয়েকটি মাধ্যমে ব্রিলিয়্যান্ট একাউন্টে রিচার্জ করতে পারবেন। যথাঃ
- বিকাশ
- রকেট
- ডিবিবিএল
- আইবিবিএল
- মাষ্টার কার্ড
- ভিসা ও
- আমেরিকান এক্সপ্রেস
উপরোক্ত যে কোন মাধ্যম ব্যাবহার করে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে রিচার্জ করতে পারবেন।
আরো দেখুনঃ সকল সিম অফার
বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম
বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম । বিশেষ করে যারা নতুন গ্রহক রয়েছেন তারা প্রথম প্রথম ব্রিলিয়ান্ট অ্যাপ এ রিচার্জ করতে গিয়ে বিভিন্ন বিড়ম্বনায় পরে থাকেন। আমাদের পোস্টের মাধ্যমে আপনি সহজেই বিকাশ এর মাধ্যমে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপ এ রিচার্জ করতে পারবেন।
- বিকাশ অ্যাপ এ লগিন করুন অথবা *২৪৭# ডায়াল করুন।
- মেনু থেকে পেমেন্ট অপশনে সিলেক্ট করুন।
- এবার মার্চেন্ট নাম্বার 01709818259 দিন।
- সর্বনিম্ন ১০ টাকা বা তার বেশি টাইপ করুন।
- রেফারেন্স চাইলে আপনার ব্রিলিয়ান্ট নাম্বার টাইপ করে কাউন্টার ১ টাইপ করে সাবমিট করুন।
- আপনার বিকাশ পিন দিয়ে কনফার্ম করুন।
- এবার এসএমএস এর মাধ্যমে ট্রানজেকশনের আইডি পেয়ে যাবেন।
- এবার আপনার ব্রিলিয়্যান্ট অ্যাপের সেটিংসে গিয়ে My Balance সিলেক্ট করুন।
- এবার Add balance অপশনে গিয়ে Recharge amount বক্সে টাকার পরিমাণ লিখুন, যে টাকা আপনি বিকাশ থেকে পেমেন্ট করেছেন।
- এবার রিচার্জ অপশনে গিয়ে বিকাশ এ প্রেস করুন এবং ট্রানজেকশন আইডি হুবাহু টাইপ করে সাবমিট করলেই আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।
শেষ কথাঃ আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য আমাদের পোস্টে পেয়ে গেছেন। এছাড়া কোন বিষয়ে জানার থাকলে আমাদেরকে জানাবেন। আমরা চেস্টা করবো সবসময় সঠিক তথ্যের মাধ্যমে আপনাদের সেবা করা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
এছাড়া রয়েছেঃ
আকর্ষনীয় ঈদ শুভেচ্ছা
আবেগি ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক একাউন্ট ভেরিফাই করার নিয়ম
ফেসবুকে বিজনেস পেজ খোলার নিয়ম- প্রফেশনাল নিয়ম
বিকাশ একাউন্ট খোলার নিয়ম- লাইভ চ্যাট, অভিযোগ নম্বর এবং একাউন্ট বন্ধ করার নিয়ম
Tin Certificate Register, Check, Correction, Download & Delete
NID Card Check In Bangladesh Online