কৃষি গবেষনা ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নিম্নবর্ণিত শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আমাদের পোস্ট থেকে যাবতীয় সকল বিস্তারিত দেখে নিতে পারেন। আমাদের পোস্টে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
কৃষি গবেষনা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত তথ্য
আবেদন শুরুর তারিখঃ ২৫/০৫/__ খ্রি.
আবেদনের শেষ তারিখঃ ১৫/০৬/__ খ্রি.
পদের সংখ্যাঃ মোট ০৭ টি
০১. পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ)
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৬১ বছর
যোগ্যতাঃ
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানের যে কোন শাখায় পিএইচডি (PHD) ডিগ্রী থাকিতে হইবে।
খ. জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১৫ টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মোধ্য কমপক্ষে ৭ টি পাবলিকেশনে প্রথম অথার ( author) হিসেবে নাম থাকিতে হইবে।
০২. পরিচালক (প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদ)
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৬১ বছর
যোগ্যতাঃ
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রাণিসম্পদ/ মৎস্য সম্পদের যে কোন শাখায় পিএইচডি ( PHD) ডিগ্রী থাকিতে হইবে।
খ. জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১৫ টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মোধ্য কমপক্ষে ৭ টি পাবলিকেশনে প্রথম অথার ( author) হিসেবে নাম থাকিতে হইবে।
০৩. সিনিয়র স্পেশালিস্ট (মাঠ শস্য)
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ ৬১ বছর
যোগ্যতাঃ
ক. কৃষি বিজ্ঞানের মাঠ শস্যের যেকোন শাখায় পিএইচডি (PHD) ডিগ্রী থাকিতে হইবে,
খ. খ. জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১০ টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মোধ্য কমপক্ষে ৫ টি পাবলিকেশনে প্রথম অথার ( author) হিসেবে নাম থাকিতে হইবে।
০৪. সিনিয়র স্পেশালিস্ট (জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ)
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৬১ বছর
যোগ্যতাঃ
ক. কৃষি বিজ্ঞানে শস্য ও শস্য ব্যবাওস্থাপনা/ মৃত্তিকা ও ভূমিসম্পদ ব্যাবস্থাপনা / সেচ ও পানি ব্যাবস্থাপনা শাখায় পিএইচডি (PHD) ডিগ্রী থাকিতে হইবে।
খ. খ. জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১০ টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মোধ্য কমপক্ষে ৫ টি পাবলিকেশনে প্রথম অথার ( author) হিসেবে নাম থাকিতে হইবে।
০৫. সিনিয়র স্পেশালিস্ট (প্রাণিসম্পদ )
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৬১ বছর
যোগ্যতাঃ
ক. প্রাণিসম্পদ বিভাগের যে কোন শাখায় পিএইচডি (PHD) ডিগ্রী থাকিতে হইবে।
খ. খ. জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১০ টি প্রকাশনা থাকিতে হইবে, তন্মোধ্য কমপক্ষে ৫ টি পাবলিকেশনে প্রথম অথার ( author) হিসেবে নাম থাকিতে হইবে।
০৬. ম্যানেজার (অর্থ ও হিসাব)
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৪৫ বছর
যোগ্যতাঃ
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমকম/ এমবিএ/ সিএ ডিগ্রি থাকিতে হইবে
খ. শিক্ষাগত যোগ্যতায় কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী/ বিভাগ/ সমতুল্য গ্রেড গ্রহণযোগ্য নয়।
০৭. সহকারী ম্যানেজার (সংস্থাপন)
পদের সংখ্যাঃ ০১ টি
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৪০ বছর
যোগ্যতাঃ
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকিতে হইবে,
খ. শিক্ষাগত যোগ্যতায় কোন পর্যায়ে ত্রিতীয় শ্রেণী/বিভাগ/সমতুল্য গ্রেড গ্রহণযোগ্য নয়।
কৃষি গবেষণা ফাউন্ডেশন এ আবেদনের নিয়ম এবং শর্তাবলী
০১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে।
০২. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৩. বিভাগীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
০৪. প্রার্থীকে অবশ্যই আগামী ১৫ জুন ২০২১ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে চেয়ারম্যান, নিয়োগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলার কক্ষ নং-৪২১, বিএআরসি ক্যাম্পাস, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত জমা দিতে হবে।
০৫. কেজিএফ এর নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত দাখিল করতে হবে।
০৬. সকল সনদের ফটোকপি আবেদনপত্রের সহিত সংযুক্ত করতে হবে।
০৭. আবেদনপত্র কেজিএফ এর ওয়েবসাইটে www.kgf.org.bd থেকে সংগ্রহ করতে হবে।
০৮. আবেদনপত্রের সাথে অবশ্যই সদ্য তোলা পিপি সাইজের ২ কপি রঙিন ছবি সংযুক্ত করিতে হইবে।
০৯. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করিতে হইবে।
১১. আবেদন পত্রের সাথে যাবতীয় সকল ডকুমেন্টস দাখিল করিতে হইবে।
১২. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১৩. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
আরো দেখুনঃ
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি তে নিয়োগ বিজ্ঞপ্তি
শিশু-মাতৃ স্বাস্থ ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি
প্রভাষক (ইংরেজী) পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস(BRICM)-এ নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি