বাবা-মায়ের সম্পত্তি ভাগের নিয়ম। আমাদের আজকের পোস্টের বিষয় বাবা-মায়ের সম্পত্তি ভাগের নিয়ম বা মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের অংশ। আমাদের আজকের পোস্টের মাধ্যমে জানতে পারবেন একজন মা যখন মারা যাবে তখন তা সম্পত্তিতে ছেলে মেয়ের কতটুকু অংশ রয়েছে তথা ছেলে কতটুকু অংশ পাবে এবং মেয়ে কতটুকু অংশ পাবে। বর্তমানে দেখা যায় যে একটি রিতি রয়েছে যে মেয়ের সম্পত্তিতে মেয়েদের অংশ বেশি থাকে ছেলেদের তুলনায়। আসলেই কি বিষয়টি সঠিক কিনা সেটি জানতে আমাদের পোস্টে ভালভাবে লক্ষ করুন।
শুরুতেই একটি বিশেষ কথা জানিয়ে নিতে চাই যে কোন ব্যাক্তি জীবিত থাকা কালীন তার কোন ওয়ারিশ সৃষ্টি হবে না, তার সম্পত্তির ভাগ বণ্টণ হবে না বা কোন উত্তরাধিকারী হতে পারে না। সম্পত্তির মালিক যদি জীবিত হয় তাহলে তার জীবনদশায় তার সম্পত্তি যেভাবে খুশি সেভাবে ব্যাবহার করতে পারে। সে ইচ্ছে করলেই তার সম্পত্তি বিক্রি করতে পারবে, দান করতে পারবে, উইল করতে পারবে। এখানে অন্য কোন ব্যাক্তি কোন প্রকার হস্থক্ষেপ করতে পারবে না।
বাবা-মায়ের সম্পত্তি তে ছেলে মেয়ে কতটুকু অংশ পায়
বাবা-মায়ের সম্পত্তি তে ছেলে মেয়ে কতটুকু অংশ পায়। সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে বা মৃত ব্যাক্তির সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে মা-বাবা অর্থাৎ পুরুষ মহিলা বাবা-মা কে আলাদা করা হয় না। সম্পত্তি বণ্টন করা হয় মৃত ব্যক্তি কে ধরে। মৃত ব্যাক্তি মা’ও হতে পারে আবার মৃত ব্যাক্তি বাবাও হতে পারে। মৃত ব্যাক্তির সম্পত্তি একইভাবে বণ্টন হয়। অর্থাৎ মৃত বাবার সম্পত্তি যেভাবে বণ্টন করা হবে একইভাবে মৃত মায়ের সম্পত্তি সেইভাবেই বণ্টন হবে।
বাবার সম্পত্তি ভাগের নিয়ম
বাবার সম্পত্তি ভাগের নিয়ম। অনেকেই মনে করেন বাবার তুলনায় মায়ের সম্পত্তি পৃথকভাবে বণ্টন করা হয়। আসলে বিষয়টি সঠিক না। মৃত বাবা অথবা মৃত মায়ের সম্পত্তি একইভাবে বণ্টন করা হয়ে থাকে। অর্থাৎ সিম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে পুরুষ মহিলা বা বাবা-মা কে আলাদাভাবে ধরা হয় না। সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে মৃত ব্যাক্তি কে ধরেই সাধারণত সম্পত্তি বণ্টন করা হয়। মৃত ব্যাক্তির স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তার ছেলে মেয়ে ২ঃ১ হারে পাবে।
মায়ের সম্পত্তি ভাগের নিয়ম
মায়ের সম্পত্তি ভাগের নিয়ম। এখন আমরা জানবো মৃত মায়ের ক্ষেত্রে ছেলে মেয়ের ভাগ কিভাবে করা হয়। এক্ষেত্রে মৃত মায়ের ক্ষেত্রে ছেলে মেয়ের ভাগের পরিমাণ হলো ২ঃ১ । অর্থাৎ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। ২ঃ১ হারে ছেলে মেয়ের মধ্য মৃত মায়ের সম্পত্তি ভাগ হবে।
ধরুন একজন মহিলা মানুষ মারা গিয়েছে। সেই মায়ের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এক্ষেত্রে সম্পত্তি ভাগের ক্ষেত্রে মোট সম্পত্তিকে ৩ দিয়ে ভাগ করতে হবে। এবার সেই ৩ ভাগের ২ ভাগ পাবে এক ছেলে এবং বাকি এক ভাগ পাবে মেয়ে।
একাধিক ছেলে মেয়ের ক্ষেত্রে মৃত ব্যাক্তির সম্পত্তি বণ্টন
পুত্রঃ পুত্র সকল ক্ষেত্রেই মৃত ব্যক্তির সম্পদ পেয়ে থাকে। এছাড়া, মৃত ব্যক্তির সম্পত্তি সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ পুত্র-কন্যারা পাবে। এক্ষেত্রে পুত্র যে পরিমান সম্পত্তি পাবে, কন্যা তার অর্ধেক পরিমাণ পাবে। তবে যদি কন্যা না থাকে, বাকী সম্পত্তি সম্পূর্ণ অংশ পুত্র পাবে।
কন্যাঃ মৃতের কন্যা ৩ (তিন) নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে, যথা-
- যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে, তবে সে সম্পদের দুইভাগের একভাগ (১/২) পাবে।
- যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে, তবে সব কন্যা একত্রে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে।
- যদি মৃত ব্যক্তির পুত্র-কন্যা উভয়েই থাকে, তবে পুত্র যে পরিমাণ সম্পত্তি পাবে, কন্যা তাঁর অর্ধেক পাবে।
- অর্থাৎ সমস্ত ছেলেরা যে সম্পত্তি পাবে তার অর্ধেক পাবে সমস্ত মেয়েরা।
শেষ কথাঃ
সুপ্রিয় পাঠক, আমরা চেস্টা করেছি সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহাজ্য করার জন্য। আশা করি আমাদের পোস্টের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের পোস্ট সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত পোষণ করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো দেখুনঃ জমির খতিয়ান, অনলাইনে পর্চা ও অনলাইনে মৌজা ম্যাপ দেখার নিয়ম