ভিরাট কোহলি তার জীবনের অনন্য সব রেকর্ডের সাথে সাথে গড়লেন নতুন এক রেকর্ড। তা হচ্ছে ফিফটি ফিফটি ফিফটি। তার মানে তিন ফর্মেটের ক্রিকেটেই ৫০ টি করে জয় তার নামে লেখা হয়ে গেছে। এর আগে ওয়ান ডে এবং টি টুয়েন্টি তে অর্ধশত জয় ছিলো তার ইতিহাসে।
এবারে তিনি টেস্ট ক্রিকেটে ৫০ তম জয়ের কীর্তি গড়েছেন। শুধু তাই নয়, ২০১৪ সালের পরে সর্বোচ্চ টেস্ট ক্রিকেট জয়ের রেকর্ড এখন ভারতে।
মুম্বাই টেস্ট,
মুদ্রার এপিঠ আর ওপিঠ দুটই দেখলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। প্রথম ইনিংসে ডাক মেরে জুটেছিলো লজ্জার এর রেকর্ড। সেই কোহলী এবার নিজেকে নিয়ে অন্যরকম উচ্চতায়। নিউজিল্যান্ড এর বিপক্ষে টেস্ট সিরিজ জিতে গড়েছেন অনন্য এক রেকর্ড। যা এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে আর কেউই করতে পারেন নি।
ক্রিকেটের তিন ফর্মেটেই ৫০ টি করে ম্যাচ জয়ের কীর্তি গড়লেন বিরাট। যদিও ওয়ান ডে এবং টি টুয়েন্টি তে অনেক আগেই এই রেকর্ড গড়েছিলেন ভারতীয় এই অধিনায়ক। অপেক্ষা ছিলো শুধুই টেস্ট ক্রিকেটে। সেই অর্জন যোগ হলো নিউজিল্যান্ড কে গুড়িয়ে দিয়ে।
২০১১ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৯৭ ম্যাচ খেলে ৫০ টিতে জয় পেয়ছেন বিরাট। ২০০৮ সালের পর ওয়ান ডে ক্রিকেটে ২৫৪ ম্যাচ খেলে জয় পেয়েছেন ১৫৩ টিতে। এছাড়া ২০১০ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরমেটে ৯৫ ম্যাচ খেলে জয় পেয়েছেন ৫৯ টিতে।
ভিরাট কোহলি এমন রেকর্ডে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই। এই কীর্তি গড়ে দলের অন্যান্য খেলোয়ারদের প্রশংসা করতেও ভোলেননি এই অধিনায়ক।
“একজন খেলোয়াড়ের ফর্ম কখনোই এক ম্যাচের পারফরম্যান্সে বিবেচনা করা উচিত নয়। আমি এমন মানুষ নই যারা ভালো পারফরম্যান্সে তালি বাজাবে আর খারাপ পারফরম্যান্সে সমালোচনা করবে। আমার মনে আছে রাহানে কত গুরত্বপূর্ন ইনিংস খেলেছেন দলের জন্য। আমি আমার দলের কারোর উপর কখনোই কোন বাড়তি চাপ তৈরি করতে চাই না।”
ভিরাট কোহলি
অধিনায়ক, ভারতীয় ক্রিকেট দল
শুধুই যে ভিরাট কোহলি রেকর্ড গড়েছেন তা নয়। এগিয়ে আছে তার দেশ ভারতও। ২০১৪ সালের পর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি জয় পেয়েছে দেশটি। ৮১ ম্যাচে ৪৪ জয় তাদের। এই তালিকায় ২য় এবং ৩য় অবস্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
এদিকে কোহলির মাইলফলক ছোয়া এবং ভারতের রেকর্ড গড়ার জয়ে অন্যরকম প্রপ্তিসঙ্গি নতুন কোণ রাহুল দ্রাবিড়েরও।
See More: বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ