বিমানের টিকেট চেক করার নতুন নিয়ম এবং লিঙ্ক

airplane-ticket-check

বিমানের টিকেট চেক করার নিয়ম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর টিকেট কনফার্ম করবেন। সহজেই ঘরে বসেই আপনারা চেক করতে পারবেন যে আপনার টিকেট টি কনফার্ম কিনা। অনেক সময় আমরা ট্রাভেল এজেন্সির সাহায্যে বাইরে যাওয়ার জন্য টিকেট বুকিং দিয়ে থাকি। এ বিষয়ে অনেকেই শঙ্কায় থাকি যে আসলেই টিকেট টি সঠিক কিনা বা টিকেট টা আছে কিনা এবং ডেট ঠিক আছে কিনা।

এছাড়া পবিত্র হজ্বের মৌসুমে অনেকেই হজ্ব পালন করার জন্য টিকেট বুকিং দিয়ে থাকেন। তো সকল প্রকার টিকেট বুকিং এর ক্ষেত্রে আপনি চাইলেই আপনার মূল্যবান টিকেটটি চেক করতে পারবেন সহজেই। আজকের পোস্টে মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট চেক সম্পর্কিত যাবতীয় সব তথ্য পেয়ে যাবেন। এছাড়া টিকেট চেক করার লিঙ্ক ও আমাদের এখানেই পেয়ে যাবেন। তাই দেরি না করে আপনার টিকেট টি চেক করতে আমাদের পোস্ট টি ফলো করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক

কেবল পাসপোর্ট নম্বর ব্যবহার করে বাংলাদেশ বিমানের টিকেট চেক করা সম্ভব নয়। যত ওয়েবসাইট রয়েছে যেখানে বলা আছে যে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমান এর টিকেট চেক করে সব ভূয়া। তাই খোজাখুজি করে সময় নষ্ট না করে নিম্নলিখিত সব তথ্য দিয়ে বিমানের টিকেট চেক করুন।

বাংলাদেশ বিমানের টিকিট চেক করার জন্য আপনার নিম্নলিখিত তথ্যের মধ্যে একটি প্রয়োজন:

  • PNR (Passenger Name Record) নম্বর: এটি একটি 6-অক্ষরের কোড যা আপনার টিকিট বুক করার সময় দেওয়া হয়।
  • ই-টিকিট নম্বর: এটি 13-অক্ষরের কোড যা আপনার ই-টিকিটে মুদ্রিত থাকে।
  • টিকিট নম্বর: এটি একটি 10-অক্ষরের কোড যা আপনার কাগজের টিকিটে মুদ্রিত থাকে।

বিমান টিকেট চেক করার নিয়ম

বিমান টিকেট দেখার করার নিয়ম। বিভিন্ন প্রয়োজনে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে বিমান ভ্রমণ। সৌখিন এই ভ্রমণটি আরো স্বাচ্ছন্দতার সাথে হোক সেটিই সকলের চাওয়া। আমরা কেউই চাই না যে কোথাও যাওয়ার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে টিকেট জটিলতায় আবার বাড়িতে ফিরে আসি। অনেক সময় দেখা যায় যে প্রতারক দালালের খপ্পরে পরে পরে অনেকেই টিকেট জটিলতায় বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফিরে আসেন। তো সেইসব অসুবিধা থেকে সহজেই পরিত্রাণ পেতে আপনি নিজের টিকেট নিজেই চেক করে দেখতে পারবেন।
অনলাইনে পাসপোর্ট এর আবেদন করতে দেখুনঃ ই পাসপোর্ট আবেদন করার নিয়ম

বিমানের টিকেট চেক
বিমানের টিকেট চেক

অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম। অনলাইনের মাধ্যমে যারা নিজের টিকেট টি চেক করতে চাচ্ছেন আজকের পোস্টটি মূলত তাদের জন্যই। আমাদের পোস্টে এ বিষয়ে সকল প্রকার দিকনির্দেশ্না দেয়া রয়েছে। তাই সহজ মাধ্যমে নিজের মূল্যবান টিকেট টি চেক করুন ঘরে বসেই। এতে করে আপনি নিজের টিকেট সম্পর্কে নিশ্চিত থাকতে পারবেন।
দেখুনঃ ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকেট চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

বাংলাদেশ বিমান টিকেট চেক। বিমান টিকেট চেক। এই সমস্ত কীওয়ার্ড নিয়ে যারা সার্চ করে থাকেন তাদের অবগতির জন্য যানানো যাচ্ছে যে আপনাই এখন সহজেই ঘরে বসে বাংলাদেশ বিমানের টিকেট দেখতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত আমাদের পোস্টে পেয়ে যাবেন। একটি নির্দিস্ট ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিস্ট কিছু তথ্য দিয়ে আপনি টিকেট কনফার্ম সহ যাবতীয় কাজ করতে পারবেন। এখন এই সুবিধা অনালাইনের মাধ্যমে দেয়া হচ্ছে। তাই এ ব্যাপারে আরো জানতে আমাদের পোস্টটি ভালোভাবে লক্ষ করুন।

airplance ticket check
Airplane Ticket Check

বিমানের টিকেট চেক করার লিঙ্ক

বিমানের টিকেট চেক করার লিঙ্ক। আপনারা যারা বাংলাদেশ বিমানের টিকেট চেক করতে চাচ্ছেন তারা আমাদের পোস্টের এই অংশে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে প্রবেশ করে নির্দিস্ট ওয়েবসাইটে আপনার সুনির্দিস্ট কিছু তথ্য দিয়ে আপনি নিজের টিকেট টি চেক করতে পারবেন।

Ticket Check Link

আমাদের দেয়া লিংকে প্রবেশ করে আপনাকে ৩ টি তথ্য দিতে হবে। যথাঃ
১. PNR/ Vendor Locator
২. Last Name

উপরোক্ত তথ্য গুলি দেয়ার পর স অপশনে সার্চ অপশনে ক্লিক করেই দেখে নিতে পারবেন আপনার টিকেট এর বিস্তারিত তথ্য।

এভাবে যে কেউ চাইলেই সহজেই বাংলাদেশ বিমান এর ওয়েবসাইট থেকে নিজের টিকেট দেখতে পারবেন। আপনার টিকেট যদি কনফার্ম হয়ে থাকে শুধুমাত্র সেক্ষেত্রেই অনলাইনে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও কাজটি করতে পারবেন ।

প্রিয় সুধি, আশা করি আমাদের পোস্ট থেকে আপনারা প্রয়োজনীয় সব তথ্য পেয়ে গেছেন। এছাড়া এ বিষয়ে আরো কোন তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে ভূলবেন না। আমারা সবসময় চেস্টা করি গুরুত্বপূর্ণ সব তথ্য উপস্থাপনের মাধ্যমে আপনাদের উপকার করার। তাই আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।

এছাড়া দেখুনঃ

Rate this post

4 thoughts on “বিমানের টিকেট চেক করার নতুন নিয়ম এবং লিঙ্ক”

    1. https://www.kuwaitairways.com/en/manage-booking
      উপরক্ত লিংকে প্রবেশ করে “Last Name” এবং “Booking reference” অথবা “E-TICKET Number” দেবার অপশন আসবে। আপনার টিকিটে থাকা বুকিং রেফারেন্স/টিকিট নাম্বার এবং আপনার নামের শেষের অংশ নির্ধারিত স্থানে বসিয়ে “Retrieve Booking” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি kuwait airways এর টিকেট চেক করতে পারবেন।

    1. https://www.kuwaitairways.com/en/manage-booking
      উপরক্ত লিংকে প্রবেশ করে “Last Name” এবং “Booking reference” অথবা “E-TICKET Number” দেবার অপশন আসবে। আপনার টিকিটে থাকা বুকিং রেফারেন্স/টিকিট নাম্বার এবং আপনার নামের শেষের অংশ নির্ধারিত স্থানে বসিয়ে “Retrieve Booking” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি kuwait airways এর টিকেট চেক করতে পারবেন। কমেন্ট করে পাশে থাকার জন্য 24update.net এর পক্ষ থেকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top