ভাষা আন্দোলনে নারীদের অবদান
The Contribution of women in the Language movement
ভাষা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও তাদের অবস্থান থেকে সাহসী ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মােট ৬০-৭০ জন ছাত্রী বিভিন্ন বিভাগে পড়াশােনা করত।
১৯৫২ সালের ৩০ জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের ঘােষণার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের আমতলায় যে ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে অনেক ছাত্রী যােগদান করেছিল। ছাত্রীরা মিছিল সহকারে কার্জন হল পর্যন্ত গিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে আসে। এছাড়া ভাষা আন্দোলনের সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ইডেন কলেজ, কামরুন্নেসা স্কুল, বাংলা বাজার গার্লস স্কুল ও মুসলিম গার্লস স্কুলের ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভায় নিয়ে আসত।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কর্তৃপক্ষের নানা ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে ভাষা আন্দোলনে অংশ নিয়েছিল। সুফিয়া খান, সুফিয়া আলী, রওশন আরা বাচ্চু, সুরাইয়া হাকিম, সুরাইয়া ভলি, নুরুন্নাহার কবীর, কাজী খালেদা, আমিনা বেগম প্রমুখ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পূর্ব বাংলা আইন পরিষদের একজন নারী সদস্য আনােয়ারা খাতুন এম এল এ ভাষা আন্দোলনের সময় রাষ্ট্রভাষা বাংলার পক্ষে আইনসভায় জোরালাে ভূমিকা পালন করেন।
তবে নারায়ণগঞ্জের মর্গান স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ বেগমও ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখেন। তাকে পুলিশ গ্রেফতার করলে সমগ্র নারায়ণগঞ্জ জুড়ে তােলপাড় সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে চাষাড়ায় রাস্তা অবরােধ করে। ঢাকা থেকে বিশেষ ফোর্স নিয়ে শেষ পর্যন্ত তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
দেখুনঃ
বঙ্গবন্ধুর জীবনী অনুচ্ছেদ রচনা | ছোটদের বঙ্গবন্ধুকে নিয়ে রচনা
ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা সৈনিকদের পরিচিতি
ভাষা আন্দোলনের শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি
একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য
একুশে ফেব্রুয়ারি অনুচ্ছেদ রচনা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ রচনা
ঐতিহাসিক ছয় দফা দিবস এবং এর গুরুত্ব, তাৎপর্য, রাজনৈতিক পটভূমি, অর্থনৈতিক পটভূমি ও দফাসমূহ