চ্যাট জিপিটি-Chat GPT কি? কীভাবে কাজ করে, একাউন্ট খোলার নিয়ম এবং বিস্তারিত তথ্য

chat gpt

চ্যাট জিপিটি-Chat GPT কি? কীভাবে কাজ করে, একাউন্ট খোলার নিয়ম এবং বিস্তারিত তথ্য

যেকোনো প্রশ্ন লেখার সাথে সাথেই মিলছে উত্তর। কৃত্রিম বুদ্ধিমত্তার এক কথোপকথন ব্যবস্থা চ্যাট জিপিটি এখন প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রে। বলা হচ্ছে এই সুবিধা নষ্ট করবে মানুষের সৃষ্টিশীল ক্ষমতা। তবে ভিন্নমত প্রযুক্তি বিশেষজ্ঞদের। মাত্র ছয় বছর আগে রোবট সোফিয়া আলোড়ন সৃষ্টি করে বিশ্বজুড়ে। নানান বিষয়ে প্রশ্ন উত্তর পর্ব এবং নিজ মতামত উপস্থাপনার দক্ষতায় বিস্ময়ের সৃষ্টি করে যন্ত্র মানব। প্রযুক্তির চলমান অগ্রযাত্রায় বিশ্বজুড়ে আলোচনায় চ্যাট জেনারেটিভ প্রী-ট্রেইনড ট্রান্সফরমার বা চ্যাট জিপিটি। যা দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের ও আগ্রহের জায়গায় স্থান করে নিয়েছে।

এই চ্যাট বট ব্যবস্থাটি মূলত কৃত্রিম বুদ্ধিমতা সম্পন্ন হাল আমলের সবচেয়ে দ্রুতগতির কথোপকথন বা আলোচনা ভিত্তিক একটি প্ল্যাটফর্ম। চ্যাট জিপিটি এর সক্ষমতা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন যে কোন বিষয়ে প্রাথমিক ধারণা অর্জন এবং সময় বাঁচিয়ে দেয়া এই চ্যাট-ভট টি মানুষের প্রতিদ্বন্দ্বি হবে না। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার এসব যান্ত্রিক সিস্টেম এর ব্যবহার এ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। গত বছরের উন্মুক্ত হওয়া চ্যাট জিপিটি প্রায় ৫৭০ গিগাবাইট তথ্য সমৃদ্ধ যার শব্দ ভান্ডার ৩০০ বিলিয়ন এরও বেশি।

চ্যাট জিপিটি কি – Chat GPT কি

What is Chat GPT? – চ্যাট জিপিটি (Chat GPT) হচ্ছে এক ধরণের কৃত্তিম চ্যাট বট যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স রিচার্স কোম্পানী ওপেন এআইয়ের দ্বারা পরিচালিত একটি কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন সার্চ টুল। এটি একটি চ্যাট বট এর মতো কাজ করে থাকে। আপনি যে কোন তথ্য এখানে টেক্স আকারে পেয়ে যাবেন সহজেই। এটি একটি প্রাক-প্রশিক্ষিত অনুবাদক যন্ত্র হিসেবেও কাজ করে থাকে।

চ্যাট জিপিটি (Chat GPT) আপনি যে কোন প্রশ্নের উত্তর বের করতে, বই এর প্রশ্ন সমাধানে, অনুবাদক হিসেবে, গুরুত্বপূর্ণ তথ্য নির্ভূলভাবে পেতে পারেন একদম সহজেই। OpenAI জগতের অন্যতম  নতুন সংস্করণ হিসেবে Chat GPT ব্যাপক আলোড়ন ফেলেছে। এই চ্যাট বট এ নির্ধারিত ডাটা সংরক্ষিত রয়েছে যেখান থেকে আপনি প্রয়োজন অনুসারে সার্চ করে বিভিন্ন তথ্য পেতে পারেন।

open ai chat gpt

 

চ্যাট জিপিটি(Chat GPT) এর ফুল মিনিং কি

Chat GPT – “Chat Generative Pretrained Transformer“.

চ্যাট জিপিটি- চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার।

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে

চ্যাট জিপিটি মূলত কোন বিশেষ তথ্য জানার জন্য কাজ করে থাকে। এটি ট্রান্সফরমার এলগরিদম তত্ব ফলো করে কাজ করে থাকে। চ্যাট জিপিটি টেক্স আকারে সকল ডাটা সংরক্ষণ করে এবং তা উপস্থাপন করে। এটি তথ্য শেখা এবং কোন বিষয়ে ভবিষ্যৎ ফলাফল এর ধারণা দিয়ে থাকে।

চ্যাটবট যেসব তথ্য পেয়ে থাকে সেগুলাই আপনার প্রয়োজন অনুসারে উপস্থাপন করে থাকে। আপনি এখানে যে কোন প্রশ্ন করতে পারেন। ইংরেজিতে কোন প্রশ্ন করলে দ্রুত তার উত্তর পেয়ে যাবেন। কিন্তু বাংলায় প্রশ্ন করলে চ্যাট জিপিটি নিজে তা ট্রান্সজিলেট করে বুঝে সেই অনুযায়ী উত্তর দিয়ে থাকে। ফলে কিছুটা সময় বেশি লাগতে পারে।

চ্যাট জিপিটি এর তথ্য কে ইনপুট করে

সবার মনেই গভীর একটি প্রশ্ন হচ্ছে এই যে হাজারো সমস্যার সমাধান রয়েছে এই চ্যাট বট টিতে। এসব তথ্য চ্যাট জিপিটি কই পায়। কোথায় থেকে আসে এসব তথ্য। ম্যানুয়ালি কেউ এই চ্যাট জিপিটি নিয়ন্ত্রণ করছে কিনা! এর উত্তর হচ্ছে না। চ্যাট জিপিটি সম্পূর্ণ এ আই দ্বারা পরিচালিত।

অর্থাৎ কোন তথ্য যখন আপনি সার্চ করেন চ্যাট জিপিটি তে। তখন OpenAI সেই তথ্য খুজে নিয়ে আসে। খুজে এনে আপনার সামনে প্রদর্শন করে। এর আগে Dall-E নামক ওপেন এ আই আপনার দেয়া টেক্স অনুসারে ছবি বানিয়ে দিতে সক্ষম ছিলো।

ঠিক একইভাবে আপনার প্রশ্নের উত্তর খুজে বের করে আনে OpenAI এবং তা প্রদর্শিত হয় চ্যাট জিপিটি তে। এসব তথ্য OpenAI খুজে আনে নিম্নোক্ত সোর্স থেকে,

  • ইন্টারনেট টেক্স
  • ওয়েব পেইজ
  • নিউজ পোর্টাল
  • সোশাল মিডিয়া পোস্ট ইত্যাদি

চ্যাট জিপিটি এর উপকারিতা

  • মানুষের মত উত্তর পাওয়া যায় টেক্স আকারে। এটি গুরুত্বপূর্ণ পাঠ্য সুন্দরভাবে উপস্থাপন করে থাকে যা মানুষ্য অনুরূপ।
  • বিশাল আকারে ডাটা সংরক্ষণ করে এবং সেটি উপস্থাপন করে। সব তথ্য আপনি এক জায়গায় সুন্দরভাবে গুছানো অপস্থায় পেতে পারেন।
  • এর গতি এবং দক্ষতাই একে জনপ্রিয় করে তুলেছে। দ্রুত গতিতে এখান থেকে নির্ভুল তথ্য পাওয়া যায়। যার ফলে রিয়েল টাইম কাস্টমার সার্ভিস এই প্রযুক্তি ব্যাবহার করে দেয়া সম্ভব।
  • নির্দিষ্ট প্রয়োজন এ ব্যাবহার এর জন্য কাস্টমাইজেশন করে নেয়া সম্ভব এবং চ্যাট জিপিটি তার অনুমতি দিয়ে থাকে।
  • চ্যাট জিপিটি তে ইংরেজী সহ বহুসংখ্যক ভাষা সংযুক্ত করা হয়েছে। যার ফলে সহজেই যে কোন ভাষায় এটি ব্যাবহার করতে পারবেন।
  • এছাড়া ট্রান্সলেট এর কাজ করতেও চ্যাট জিপিটি ব্যাবহার করা যেতে পারে।
  • এই চ্যাটবট আপনার জন্য কবিতা লিখে দিতে পারে।
  • এটি কোন বিজ্ঞাপন ছাড়াই আপনি ব্যবহার করতে পারেন।
  • এটি কথোপকথন এর ধারা অনুযায়ী পর্যায়ক্রমে উত্তর দিতে পারে।
  • প্রোগ্রামিং এ ভূল শনাক্ত করতে সক্ষম।
  • পুর্বের বিভিন্ন এ আই টেক্স এর থেকে বেশি ন্যাচারাল এবং সাবলীল ভাবে এটি টেক্স প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম।

চ্যাট জিপিটি এর অপকারিতা

  • সাম্প্রতিক ঘটে যাওয়া কোন বিষয়ে এটি উত্তর দিয়ে সক্ষম নয়।
  • কোন বিষয়ে ভিজ্যুয়াল উত্তর পাওয়া সম্ভব নয়। কেবল টেক্স আকারেই রেজাল্ট পাওয়া সম্ভব।
  • এটি মানুষের সৃজনশীল চিন্তার ক্রমবিকাশ ব্যহত করতে পারে।
  • সীমিত জ্ঞ্যান এবং নির্দিষ্ট তথ্যের বাইরে এর নিজস্ব কোন জ্ঞ্যান নেই।
  • ইন্টারনেট এর উপর নির্ভর করা এবং অল্প হলেও ভূল তথ্য সরবরাহ এর চান্স থাকে।
  • সৃজনশীলতা এর অভাব এবং কথার প্রসঙ্গ না বোঝা পরিলক্ষিত হয়ে থাকে।

কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবো

চ্যাট জিপিটি বন্যাবহার করতে হলে আপনাকে যে কোন ব্রাইজারে গিয়ে Chat GPT লিখে সার্চ দিয়ে ওপেন এ আই এর ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে সাইন আপ এর মাধ্যমে একটি একাউন্ট খুলতে হবে। তারপর আপনার একাউন্ট এ প্রবেশ করে আপনি ইচ্ছামতো যে কোন তথ্য সার্চ করে দেখে নিতে পারেন।

চ্যাট জিপিটি একাউন্ট খোলার নিয়ম

আপনার মোবাইল অথবা পিসি এর যে কোন ব্রাউজার এ গিয়ে Chat GPT লিখে সার্চ করুন। অথবা নিচের লিংকে প্রবেশ করে পরবর্তী ধাপ অনুসরণ করুণ।

Chat GPT

  • লিংকে প্রবেশ করে সাইন আপ এ ক্লিক করুন।
  • এবার আপনার ইমেইল দিয়ে কনটিনিউ তে ক্লিক করুন।
  • ইমেইল ভেরিফিকেশন কোড বসিয়ে সাবমিট করুন।
  • ফোন নাম্বার দিন এবং ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • সবশেষে চ্যাট করার মতো একটি টুল আসবে  সেখানেই আপনার পছন্দ অনুসারে টুলটি ব্যবহার করতে পারবেন।

chatgpt

 

কোন কোন ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করা যায়

  • কাস্টমার সার্ভিস চ্যাটবট
  • কনটেন্ট জেনারেশন
  • প্রশ্ন-উত্তর পর্ব
  • কবিতা লিখনী
  • পাঠ্যপুস্তক এর সমস্যার সমাধান
  • ট্রান্সলেট হিসেবে ব্যবহার

আরো দেখুনঃ

  1. ফেসবুক একাউন্ট ভেরিফাই করার নিয়ম
  2. ব্রিলিয়ান্ট একাউন্ট খোলার নিয়ম এবং রিচার্জ
  3. বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
  4. ই পাসপোর্ট চেক করার নিয়ম
  5. জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
  6. বিমানের টিকেট চেক করার নিয়ম
  7. ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
  8. আনঅফিসিয়াল ফোন রেজিস্ট্রেশন করার নিয়ম
Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top