দেখে নিন Infinix Note 10 5G এর দাম কত! এবং বিস্তারিত

Infinix Note 10 5G

স্বল্প বাজেটের মধ্য Infinix Note 10 5G একটি চমৎকার স্মার্টফোন। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে বা মধ্যম রেঞ্জের ৫ জি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের আর্টিকেলে রইলো ফোনটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা।

Infinix Note 10 5G এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৩০০ টাকা। ফোনটিতে রয়েছে অসাধারণ সব ফিচারসমূহ। ইতিমধ্যই ইনফিনিক্স এর এই মডেলটি স্মার্টফোনের দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প মূল্যে এই ফোনটিতে যেসব ফিচার দেয়া রয়েছে তা অন্যান্য ফোনে দেখাই যায় না। তাই ইয়াং জেনারেশনের অন্যতম পছন্দ হচ্ছে Infinix Note 10 5G।

ফোনটি পাওয়া যাবে ৩ টি আলাদা কালার এ। এতে ব্যাবহার করা যাবে ডুয়াল ন্যানো সিম উইথ ডুয়াল স্ট্যান্ড বাই মুড। এর ডিসপ্লে ডিজাইন করা হয়েছে ৬.৯৫ আইপিএস এলসিডি ডিসপ্লে দ্বারা। যার রেজুলেশন থাকবে ৭২০ x ১৬৪০ পিক্সেল। ডিসপ্লে তে মাল্টি টাচ সাপোর্ট করে এবং আপনি চাইলে প্রটেকটর হিসেবে ব্যাবহার করতে পারবেন কর্নিং গরিলা গ্লাস ৩।

ফোনটিতে রয়েছে ৫ জি সুবিধা। এর পিছনে রয়েছে ৬৪+২+২+২ মেগা পিক্সেল কোয়াড ক্যামেরা উইথ কোয়াড এলইডি ফ্ল্যাশ। এছাড়া সামনের অংশে রয়েছে ২০+৫ মেগা পিক্সেল ডুয়াল ক্যামেরা। উভয় পাশে পাওয়া যাবে হাই রেজুলেশন ফটো এবং ভিডিও সুবিধা।

Infinix Note 10 5G ফোনটি ডিজাইন করা হয়েছে অন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা। এতে দেয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৯০ চিপসেট এবং অকটা কোর প্রসেসর। যা আপনার ফোনকে করে তুলবে অত্যন্ত গতিশীল। স্টোরেজ সেকশনে দেয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ইনফিনিক্স এর এই ফোনটিতে দেয়া হয়েছে ৬০০০ মিলি এম্পিয়ার এর একটি শক্তিশালী নন রিমুভেবল ব্যাটারি। এর সাথে থাকবে ২২ ওয়াট এর একটি চার্জার। এর ফিঙ্গারপ্রিন্ট সাইট মাউন্টেড। এছাড়া সকল প্রকার সেন্সর সহ রয়েছে শকিশালী ওয়াইফাই এবং ব্লুটুথ স্পীড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
%d bloggers like this: