দেখুন Samsung Galaxy M43 এর রিলিজ ডেট এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy M43

আজকে আমরা উপস্থিত হয়েছি স্যামসাং এর নতুন একটি আপকামিং স্মার্টফোন নিয়ে। ফোনটি এখনো রিলিজ হয় নি, তবে নেট দুনিয়ায় এটি নিয়ে ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে। স্যামসাং সবসময় চেস্টা করে মধ্যম রেঞ্জের মধ্যে অসাধারণ সব ফিচার দেয়ার জন্য। তারই ধারাবাহিকতায় এবার স্বল্প দামে বাজারে আনতে যাচ্ছে ৫জি ফোন। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো।

Samsung Galaxy M43 ফোনটি আনুমানিক ধারণা করা হচ্ছে আগামী আগস্টে রিলিজ হতে পারে। বর্তমানে এটি মার্কেটে এভেইলেবল নয়। ফোনটি পাওয়া যাবে ৩ তি আলাদা কালারে। ফোনটি তৈরি করা হয়েছে গ্লাস ফ্রন্ট এবং এলুমিনিয়াম বডি দ্বারা। এটি দেখতে অত্যন্ত স্লীম এবং যথেষ্ট মজবুত।

স্যামসাং এর এই ফোনটিতে দেয়া হয়েছে ৬.৫৯ ইঞ্চি সুপার এমোল্ড ডিসপ্লে দ্বারা যার রেজুলেশন থাকবে ১০৮০ x  ২৩৪০ পিক্সেল এবং এর রেশিও থাকবে ১৯.৫ঃ৯। ডিসপ্লে রয়েছে মাল্টিটাচ সাপোর্টেড। Samsung Galaxy M43 এ থাকছে ৫ জি ইন্টারনেট স্পীড সুবিধা।

এতে দেয়া হয়েছে ৬৪+১২+৫ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ লাইট। এছাড়া সেলফি ক্যামেরায় থাকছে ৩২ মেগা পিক্সেল হাই কোয়ালিটি ক্যামেরা। ফোনটি ডিজাইন করা হয়েছে ডিসপ্লে এর সাথে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এছাড়া হাই স্পীড ব্লুটুথ সিস্টেম তো থাকছেই। কম্পাস, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলারোমিটার সহ বেশ কয়েক ধরনের সেন্সর ব্যাবহার করা হয়েছে ফোনটিতে।

Samsung Galaxy M43 অপারেটিং করার জন্য ব্যাবহার করা হয়েছে এনড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এর ভেতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ চিপসেট এবং অকটা কোর প্রসেসর। এছাড়া রয়েছে ৬/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা। সব মিলিয়ে পাওয়া যাবে অসাধারণ ইউজার এক্সপিরিয়েন্স।

আপনি চাইলে ফোনটিতে আলাদা মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারেন এবং এর জন্য স্লট রয়েছে। ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর নন-রিমূভেবল ব্যাটারি এবং সাথে থাকছে ফাস্ট ব্যাটারি চার্জার। আশা করা যায় যে এই স্মার্টফোনটি ব্যাবহার করে আপনি পেতে পারেন নতুন একটি এক্সপিরিয়েন্স।

Rate this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top