বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন বিদেশী বাংলাদেশীরা। পরীক্ষামূলকভাবে মধ্যেপ্রাচ্যের কয়েকটি দেশে এই সুবিধা চালু করছে সরকার। পাসপোর্ট জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কনসোল এর সেবা সহজ করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সেজন্য দূতাবাসে আলাদা উইন চালু করার কথাও জানান তিনি। বলেন, কেউ সেবা নিতে এসে কেউ ভোগান্তির স্বীকার হলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না।
পরিবার স্বজন সবাইকে রেখে মধ্যেপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কাজ করছেন ১ কোটির বেশি বাংলাদেশী। তাদের শ্রমের ঘামে রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।
অল্প কিছুদিনের জন্য দেশে এলেও অনেক ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হতেন এ প্রবাসীরা। ব্যাংকের হিসাব খোলা থেকে করোনার টিকা সব কাজেই এখন জরুরী জাতীয় পরিচয়পত্র যা না থাকায় দেশে তো বটেই বিদেশেও দুর্ভোগে পড়তে হয় তাদের।
এ সমস্যার সমাধানে লন্ডন দুবাই সহ কয়েকটি মিশনে পরিক্ষামূলকভাবে জাতীয় পরিচয় পত্র দেয়া শুরু করেছে সরকার। নতুন বছরে এই সেবা আরো বাড়ানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী।
বিভিন্ন দূতাবাসে সেবা নিতে গিয়ে নানারকম হয়রানির স্বীকার হতে হয় প্রবাসীদের। সেজন্য সেবার মান বাড়াতে নান উদ্যগ নিচ্ছে সরকার। মন্ত্রীর স্পষ্ট নির্দেশনা সহ্য করা হবে না কোন গাফেলতি।
বিভিন্ন দূতাবাসে জনবল বাড়ানো ও ডিজিটাল সেবা নির্বিঘ্ন করারও পরামর্শ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।